Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsKolkata TV Breaking | সুন্দরী জাইনাব আব্বাসকে ভারত ছেড়ে চলে যেতে হলো...

Kolkata TV Breaking | সুন্দরী জাইনাব আব্বাসকে ভারত ছেড়ে চলে যেতে হলো কেন?

অসহায় এবং উত্তেজিত সাংবাদিকরা দ্বারস্থ হয়েছেন পিসিবির

Follow Us :

আমেদাবাদ: গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষা করে আছে আগামী শনিবারের জন্য। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সেদিন মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। ক্রিকেটের সবথেকে বড় দ্বৈরথ দেখতে ১,৩২,০০০ দর্শকাসনের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে তাতে সন্দেহ নেই। কিন্তু বিপুল পরিমাণ দর্শকদের মধ্যে একজনও পাক সমর্থক থাকবেন? প্রেস বক্সে কি একজনও ওয়াঘার ওপারের সাংবাদিক থাকবেন? আপাতত যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে না। এর আগে ১৯৯৬, ২০১১-র বিশ্বকাপ এমনকী ২০১৬ সালের টি২০ বিশ্বকাপেও এমন ঘটনা ঘটেনি। সম্পূর্ণ নজিরবিহীন পরিস্থিতির তৈরি হয়েছে এই বিশ্বকাপে।

এমনকী পাকিস্তানি সাংবাদিকরা এখনও ভারতের ভিসা পাননি। ভিসা পাওয়া তো দূর, তাঁরা ভিসার আবেদনটাই করে উঠতে পারেননি। পাকিস্তানে এক কুরিয়র সার্ভিসের মাধ্যমে ভারতীয় দূতাবাসে পাসপোর্ট এবং আবেদনপত্র পাঠিয়ে ভিসার আবেদন করতে হয়। পাক সাংবাদিকরা বার বার করে ওই কুরিয়র সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু সেই সংস্থা জানিয়েছে, ভিসা প্রসেস করার এমন কোনও নির্দেশ মন্ত্রকের তরফে পায়নি। পাক সাংবাদিকদের এখন দিশেহারা অবস্থা। কুরিয়র সার্ভিসের প্রক্রিয়ায় ভিসা পেতে অন্তত সাতদিন লাগে। সেখানে ভারত-পাক ম্যাচের বাকি আর মাত্র পাঁচদিন।

অসহায় এবং উত্তেজিত সাংবাদিকরা দ্বারস্থ হয়েছেন পিসিবির। বিষয়টি নিয়ে উদ্বেগে পাক ক্রিকেট বোর্ডও (PCB)। পিসিবি-র চেয়ারম্যান জাকা আশরাফ (Zaka Ashraf) সে দেশের বিদেশ সচিব সাইরাস সাজ্জাদ কাজিকে (Syrus Sajjad Qazi) ফোন করেছেন। নয়াদিল্লিতে (New Delhi) অবস্থিত পাক হাই কমিশনের (Pakistan High Commission) মাধ্যমে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) কাছে এই ইস্যু তুলে ধরার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: আফগানিস্তান ম্যাচেও নেই গিল, জানাল বিসিসিআই

এখানেই শেষ নয়। ভারতে বাবর আজমরা (Babar Azam) নাকি নিরাপদ নন এমন খবর ছড়িয়ে বেড়াচ্ছে ভারতীয় মিডিয়ায়, দাবি পিসিবির। দেশের সরকারকে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে অনুরোধ করেছে তারা। খেলোয়াড়দের নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ তা নিয়ে বার বার জোর দেওয়া হচ্ছে।

এদিকে পাকিস্তানের নামী ক্রীড়া সাংবাদিক ও টিভি অ্যাঙ্কর জাইনাব আব্বাসকে নিয়েও চলছে বিতর্ক। তিনি ভারতে এসেছিলেন কিছুদিন আগেই। কিন্তু রহস্যজনকভাবে তিনি দুবাই চলে গিয়েছেন। পাকিস্তানি মিডিয়ার দাবি, জাইনাবকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কিছুকাল আগে হিন্দুধর্ম বিরোধী এবং ভারত বিরোধী টুইট করেছিলেন তিনি। এখন তাঁর ভারতে আসায় সেই সমস্ত টুইট ফের প্রকাশ্যে এসেছে। তাঁর বিরুদ্ধে নাকি জনস্বার্থ মামলা করা হয়েছে। পাকিস্তানের দাবি, এই কারণেই জাইনাবকে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে তাঁর নিরাপত্তার দায়িত্ব তারা নিতে পারবে না। যদিও আইসিসি এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, ব্যক্তিগত কারণেই ভারত ছেড়ে দুবাই গিয়েছেন জাইনাব।

তবে সাংবাদিক এবং ভক্ত-সমর্থকদের ভিসা পেতে দেরি নিয়ে সবথেকে অসন্তুষ্ট পিসিবি। শুধু ভারত-পাক ম্যাচ নয়, বিশ্বকাপে বাবরদের অন্য ম্যাচের ক্ষেত্রেও একই অবস্থা। আমার সঙ্গে ও দেশের কয়েকজন সাংবাদিকের কথা হয়েছে। আগামী শনিবার তাঁরা আদৌ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের প্রেস বক্সে বসতে পারবেন কি না তা তাঁরা এখনও জানেন না। পুরো বিষয়টা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। এককথায় অসহায় অবস্থা পাক সাংবাদিকদের। তবে তাঁদের আশা, হয়তো আমেদাবাদে বসা হবে না, কিন্তু বিশ্বকাপের বাকি ম্যাচে প্রেস বক্সে বসতে পারবেন।

প্রসঙ্গত, পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা নিয়েও কিছুটা টালবাহানা হয়েছিল, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পিসিবি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
৪টেয় চারদিক | সব সাধু সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবা‌ই সমান? : মমতা
59:07
Video thumbnail
Narendra Modi | বিষ্ণুপুরে মোদির সভা, কী বললেন দেখুন ভিডিও
25:00
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | রবিবাসরীয় বঙ্গ সফরে নরেন্দ্র মোদি
02:18
Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
06:36:36
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | ভাঙা হয়েছিল অবৈধ দোকান, এবার শুরু নতুন দোকানঘর বানানোর কাজ
02:15
Video thumbnail
Kunar Hembram | বিজেপির বিদায়ী সাংসদ তৃণমূলে, জোড়া ফুলে যোগ কুনার হেমব্রমের
04:06
Video thumbnail
Narendra Modi | ভোট প্রচারে মেগা-রবিবার, পুরুলিয়ায় ভোটপ্রচারে মোদি
03:22
Video thumbnail
Arjun Singh | 'BJP প্রার্থীর দ্বিতীয় স্ত্রী', বিবাহ-বিতর্কে অর্জুন সিং, আসরে তৃণমূল
00:26
Video thumbnail
Sandeskhali | নাবালিকাকে 'শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা', সন্দেশখালিতে ফের নির্যাতনের অভিযোগ
01:09
Video thumbnail
Top News | আপের 'জেল ভরো' কর্মসূচি, কেজরিওয়ালের সমর্থনে রাজধানীর পথে আপ
34:49