Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাIPL 2023 | ধাওয়ান-হীন পঞ্জাবের পথের কাঁটা ছন্দে থাকা মুম্বই!

IPL 2023 | ধাওয়ান-হীন পঞ্জাবের পথের কাঁটা ছন্দে থাকা মুম্বই!

Follow Us :

মুম্বই: একদিকে জয়ের ধারা বজায় রাখতে চাওয়া মুম্বই ইন্ডিয়ান্স, অন্যদিকে ছন্দে ফিরতে মরিয়া পঞ্জাব কিংস। ডবল হেডারে আজ সন্ধে সাড়ে ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি এই দুই দল। হায়দরাবাদ ও কলকাতার সঙ্গে পর পর দুই ম্যাচে জিতে অনেক বেশি আত্মবিশ্বাসী রোহিত শর্মারা। শনিবারের ম্যাচে ঘরের মাঠে খেলতে নামায় মানসিক চাপ আরও কম কম থাকছে তাঁদের। বেঙ্গালুরুর সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারলেও ধীরে ধীরে জয়ের গতি পেয়ে গিয়েছে মুম্বই। রোহিত শর্মা, ঈশান কিশন, ক্যামেরন গ্রিনরা এখন ছন্দে রয়েছেন। ফলে মুম্বইকে হারানো খুব একটা সহদ হবে না পঞ্জাবের কাছে।

ছটি ম্যাচের মধ্যে তিনটেতেই হেরেছে পঞ্জাব।দলের অধিনায়ক প্রথমদিকে দুর্দান্ত ব্যাট চালানোয় অনেকটা সুবিধে পেয়েছেন সতীর্থরা। তবে চোটের কারণে আপাতত টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ধাওয়ান। এই মুহূর্তেই তাঁর পরিবর্ত খুঁজে পাওয়াটা চাপে বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রীতি জিন্টার দলের কাছে। চার ম্যাচে ধাওয়ানই করেছেন ২৩৩ রান। স্যাম কারেন আপতত অধিনায়কত্ব করলেও নেতৃত্ব দিতে তিনি অক্ষম। টুর্নামেন্টের দুই ম্যাচেই বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে তাঁকে। পঞ্জাবকে আজকের ম্যাচে জিততে গেলে বড় রানের লক্ষ্যে খেলতে হবে। না হলে মুম্বইয়ের মতো পাঁচ বারের চ্যাম্পিয়ন টিমকে হারানো মোটেই সহজ হবে না। 

আরও পড়ুন: IPL 2023 | ম্যাচ চলাকালীনই কেন জাড্ডুকে শান্ত করতে এগিয়ে এলেন ধোনি? 

হায়দরাবাদের বিরুদ্ধে ৯৯ রান করে ফেলেছিলেন শিখর ধাওয়ান। ওই ম্যাচে ৬৬ বলে আনবিটেন ছিলেন। লখনউয় ও বেঙ্গালুরু ম্যাচে ধাওয়ানের অনুপস্থিতি চোখে পড়েছে। ছন্দ কেটেছে পঞ্জাবের। গত ম্যাচেই ঘরের মাঠে হেরেছে আরসিবির কাছে। ধাওয়ানের সুস্থ হতে আরও ২-৩ দিন লাগবে সময় লাগবে বলে জানিয়েছেন, পঞ্জাবের ফিল্ডিং কোচ ট্রেভর গঞ্জালভেস। ফলত আজকের ম্যাচ ধাওয়ানহীন পঞ্জাবের কাছে বড় চ্যালেঞ্জ।

শনিবারের ডবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটন্স। লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে দুপুর সাড়ে তিনটে থেকে ম্যাচ শরু হবে। সেই দিকেও নজর থাকবে ক্রিকেট প্রেমীদের, কারণ দুই দলের অধিনায়কের চেয়ার আছেন দুই ভারতীয় ক্রিকেটয়ার। একদিকে থাকছেন গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এবং তাঁর অন্যদিকে লোকেশ রাহুল। 

RELATED ARTICLES

Most Popular