Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024বদলে গেল বিরাট কোহলির আইপিএল দলের নাম
Royal Challengers Bangalore

বদলে গেল বিরাট কোহলির আইপিএল দলের নাম

ভাগ্য ফেরাতেই কি বদলে গেল দলের নাম

Follow Us :

বেঙ্গালুরু: কানাঘুষোয় শোনা গিয়েছিল আগেই, সেটাই হল। বিরাট কোহলির (Virat Kohli) আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির নাম আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) নয়। নতুন নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengalutu)। মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) এক বর্ণাঢ্য আরসিবি আনবক্স অনুষ্ঠানে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি। এই অনুষ্ঠানে উদযাপিত হল মেয়েদের সাম্প্রতিক সাফল্যও।

১৬ বছর ধরে চেষ্টা করেও এখনও একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি (RCB)। কিন্তু মেয়েদের আইপিএল বা ডব্লুপিএলের (WPL) দ্বিতীয় বছরেই চ্যাম্পিয়ন তারা। যে কাজ বিরাট কোহলিরা এত বছরে করতে পারেননি, এ কাজ দ্বিতীয় সুযোগেই করে দেখালেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), এলিস পেরিরা। ছেলেদের ভাগ্য ফেরাতেই কি বদলে গেল দলের নাম?

আরও পড়ুন: সরফরাজ, জুরেলকে বার্ষিক চুক্তি দিল বিসিসিআই

 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে ‘ব্যাঙ্গালোর’ শব্দটা বাদ পড়ল। তবে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স নয়, ব্যাঙ্গালোরের জায়গায় হল বেঙ্গালুরু (Bengaluru)। অর্থাৎ অধুনা শহরটির যে নাম সেই নামেই ফ্র্যাঞ্চাইজির নাম। স্থানীয় ভাষার উচ্চারণ অনুযায়ী ২০১৪ সালে সরকারিভাবে ব্যাঙ্গালোর শহরের নাম পাল্টে হয় বেঙ্গালুরু। কিন্তু কোহলির দলের নাম বদলায়নি। এবার ভাগ্যবদল করে ট্রফি জেতা যায় কি না সেটাই দেখার।

দিল্লি ডেয়ারডেভিলস (Delhi Daredevils) নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) হয়েছে। কিংস ইলেভেন পঞ্জাব থেকে হয়েছে পঞ্জাব কিংস। কিন্তু নাম বদলে কোনও দলই সাফল্য পায়নি। প্রসঙ্গত, অতীতে কলকাতা নাইট রাইডার্সের (KKR) নাম থেকে কলকাতা শব্দটি বাদ পড়েছিল। তা নিয়ে তুমুল অসন্তোষের সৃষ্টি হয়, যার ফলে ফের কলকাতা সংযোজিত হয়।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular