Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাজার্মান ফুটবলে শাসন চলছে ইংরেজ স্ট্রাইকারের

জার্মান ফুটবলে শাসন চলছে ইংরেজ স্ট্রাইকারের

জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা মাতাচ্ছেন ইংরেজ স্ট্রাইকার হ্যারি কেন

Follow Us :

ডর্টমুন্ড: জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা (Bundesliga) মাতাচ্ছেন ইংরেজ স্ট্রাইকার হ্যারি কেন (Harry Kane)। ১০ ম্যাচে ১৫টা গোল করে ফেললেন। বুন্দেশলিগার ইতিহাসে প্রথম ১০ ম্যাচে এত গোল কেউ করতে পারেনি। শনিবার জার্মানির (Germany) ‘এল ক্লাসিকো’ বরুসিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund) বনাম বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ম্যাচে হ্যাটট্রিক করেন কেন। বায়ার্ন জার্সিতে এই নিয়ে তিনটে হ্যাটট্রিক হয়ে গেল তাঁর। ডর্টমুন্ডকে তাঁর দল হারাল ৪-০ গোলে।

বায়ার্নের অধিনায়ক গোলকিপার ম্যানুয়েল নয়্যার (Manuel Neuer) ম্যাচের পরে ইংলিশ স্ট্রাইকারের ভূয়সী প্রশংসা করেন। তাঁকে দলে পেয়ে কতটা খুশি সে কথাও ব্যক্ত করেন। কেন শুধু গোল করেন না, করানও। দরকার মতো নীচে নেমে এসে বল ধরেন, পাস বাড়ান। আবার ঠিক সময়ে গোলের গন্ধে বক্সে এসে হাজির হন। ১৫ গোলের পাশাপাশি পাঁচটা অ্যাসিস্টও আছে কেনের।

আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পণ্ড করবে বৃষ্টি?

 

তাঁর আর এক টিমমেট থমাস মুলার (Thomas Muller) রসিকতা করলেন। ফুটবলের প্রথা অনুযায়ী হ্যাটট্রিক করা খেলোয়াড় সেই ম্যাচের বলটি ব্যক্তিগত সংগ্রহে রাখেন। হ্যারি কেন এতই হ্যাটট্রিক করছেন যে তাঁর বল রাখার জন্য হোটেলে বাড়তি রুম ভাড়া করতে বলে মজা করলেন মুলার।

কেনের টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur) ছেড়ে বা বলা ভালো ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League) ছেড়ে যাওয়া নিয়ে তুমুল হইচই হয়েছিল। জোর জল্পনা উঠেছিল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) যাচ্ছেন তিনি। কিন্তু টটেনহ্যামের প্রেসিডেন্ট ড্যানিয়েল লেভি কিছুতেই কোনও ইংলিশ ক্লাবে কেনকে বিক্রি করতে রাজি হননি। শেষ পর্যন্ত বায়ার্ন আসরে নামে এবং তাঁকে নিয়ে চলে যায়। এতে একটাই সমস্যা, প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড সেই অ্যালান শিয়ারারের দখলেই থেকে যাচ্ছে। আর দু-তিনটে মরশুম খেললেই সেই রেকর্ড ভেঙে ফেলতেন হ্যারি কেন।

RELATED ARTICLES

Most Popular