Placeholder canvas

Placeholder canvas
HomeScrollলজ্জার হারের দিনেও রেকর্ড গড়লেন পাক ব্যাটার

লজ্জার হারের দিনেও রেকর্ড গড়লেন পাক ব্যাটার

মাত্র ৮৯ রানে শেষ হয়ে যায় বাবর আজমদের ইনিংস

Follow Us :

পার্থ: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শোচনীয় হার হয়েছে পাকিস্তানের (Pakistan)। প্রথম ইনিংসে ৪৮৭ করে অজিরা। তার পর ২৭১ রানে অল আউট হয় পাকিস্তান। তৃতীয় ইনিংসে পাঁচ উইকেটে ২৩৩ করে ডিক্লেয়ার দিয়ে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। চতুর্থ ইনিংসে আরও বড় বিপর্যয়, মাত্র ৮৯ রানে শেষ হয়ে যায় বাবর আজমদের (Babar Azam) ইনিংস। ৩৬০ রানের বিশাল ব্যবধানে জেতে হোম টিম। পাকিস্তানের এই দুর্দশার দিনেও সুখবর আছে, তিনি সৌদ শাকিল (Saud Shakil)। তিনি এমন এক নজির গড়েছেন যা আজ পর্যন্ত কোনও ক্রিকেটার করতে পারেননি।

আরও পড়ুন: ম্যান ইউকে হারাতে পারল না লিভারপুল

টেস্টে অভিষেক হওয়ার পর থেকে ১৫টা ইনিংস খেলে ফেলেছেন শাকিল। টানা ১৫টি ইনিংসেই তিনি ২০ বা তার বেশি রান করেছেন। ডন ব্র্যাডম্যান (Don Bradman) থেকে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) হয়ে বিরাট কোহলি (Virat Kohli), টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এই রেকর্ড আরও কারও নেই। শাকিল টপকে গিয়েছেন স্যর এভার্টন উইকসকে, যিনি টানা ১৪ ইনিংসে ২০ বা তার বেশি রান করেছিলেন। পার্থ টেস্টে প্রথম ইনিংসে ২৮ এবং দ্বিতীয় ইনিংসে ২৪ করেন শাকিল।

কিছুকাল আগে আরেকটি রেকর্ড গড়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার। কেরিয়ারের প্রথম সাতটি টেস্টের প্রত্যেকটিতে হাফ সেঞ্চুরি ছিল তাঁর। এই কীর্তি গড়ে তিনি পিছনে ফেলে দেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar), বাসিল বুচারের মতো কিংবদন্তিদের। ধ্বংসস্তূপের মতো পাকিস্তানি ব্যাটিং লাইন আপে একমাত্র শাকিলই সোজা হয়ে দাঁড়িয়ে আছেন।

RELATED ARTICLES

Most Popular