Friday, July 18, 2025
HomeকলকাতাWB Municipal Vote 2022: শনিবার ভোট ৪ পুরনিগমে, সকলের নজর বিধাননগরের দিকে

WB Municipal Vote 2022: শনিবার ভোট ৪ পুরনিগমে, সকলের নজর বিধাননগরের দিকে

Follow Us :

 কলকাতা: শনিবার রাজ্যের ৪ পুরনিগম (WB Municiple Vote 2022)  বিধাননগর (Bidhannagar Corporation Vote 2022),  চন্দননগর (Chandannagar Corporation Vote 2022), শিলিগুড়ি (Siliguri Corporation Vote 2022)এবং আসানসোলে ভোট (Asansol Corporation Vote 2022)। অবাধ ও শান্তিপূর্ণ করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য নির্বাচন কমিশন। বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট (WB Municiple Vote) করানোর দাবিতে মামলা হয়েছে হাইকোর্টে। আদালত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে কমিশনকে এব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছে। শুক্রবার দুপুর পর্যন্তও কমিশন তার সিদ্ধান্ত হাইকোর্টকে (Calcutta High Court) জানায়নি। তবে সূত্রের খবর, কমিশন রাজ্য পুলিসের উপরই আস্থা রাখছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, চার পুরনিগমের ভোটের জন্য ৯ হাজার পুলিসকর্মী মোতায়েন করা হচ্ছে। ভোট কেন্দ্রে থাকবে ৮ হাজার ৫০০ পুলিস। বাকি ৫০০  পুলিসকর্মীকে নাকা চেকিং-সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। কমিশন জানিয়েছে, সশস্ত্র পুলিস থাকছে ৫ হাজার ৫৫৭ জন। প্রতিটি ভোটকেন্দ্রেই  সশস্ত্র প্রহরী এবং লাঠিধারী কনস্টেবল থাকবেন।   ৪ পুরসভার ২০৭৮টি বুথকেই স্পর্শকাতর  বলে চিহ্নিত করেছে কমিশন।

৪ পুর নিগমে মোট ওয়ার্ড ২১৭টি । সবচেয়ে বেশি ওয়ার্ড রয়েছে আসানসোলে, ১০৬ টি। এছাড়াও শিলিগুড়িতে ৪৭, বিধাননগরে ৪১, এবং চন্দননগরে ৩৩টি। ৪ পুরনিগমে মোট ভোটার ১৯ লক্ষ ৩৬ হাজার ৪৬২ জন।প্রত্যেক পুরনিগমের জন্য ৪ জন সাধারণ পর্যবেক্ষক এবং ১জন বিশেষ পর্যবেক্ষক থাকছেন বলে কমিশন সূত্রে খবর। নিরাপত্তার জন্য প্রতিটি বুথের ভিতরে এবং বাইরে চলবে সিসিটিভির নজরদারি।

 

  আরও পড়ুনWest Bengal Weather: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল, ভিজবে উত্তরবঙ্গ

বৃহস্পতিবার থেকেই চার পুরশহরে পুলিসি টহলদারি শুরু হয়েছে, চলছে নাকা তল্লাশিও। ৪ পুর নিগমের মধ্যে  শনিবার সকলেরই বিশেষ নজর থাকবে  বিধানগরের ভোটের দিকে। ২০১৫ সালে বিধাননগরের পুরভোটে ব্যাপক গোলমাল হয়েছিল। দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিলেন প্রবীণ ভোটার থেকে শুরু করে অনেক সাংবাদিকও। শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে হামলার হাত থেকে রেহাই পাননি কোনও কোনও তৃণমূল প্রার্থীও। সেই ভোটের নজির টেনেই বিধাননগরবাসীর তরফে এবার কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে  ভোট করার জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়। সেই মামলার ফয়সালা এদিন দুপুর পর্যন্তও হয়নি। বিধাননগরবাসীর প্রশ্ন, শনিবার শহরে ২০১৫ সালের পুনরাবৃত্তি ঘটবে না তো?

এক নজরে ৪ পুরনিগম

  • মোট ওয়ার্ড ২১৭
  • আসানসোল ১০৬
  • শিলিগুড়ি ৪৭
  • বিধাননগর ৪১
  • চন্দননগর ৩৩
  • মোট ভোটার ১৯ লক্ষ ৩৬ হাজার ৪৬২
  • প্রত্যেক পুরনিগমে ৪ জন সাধারণ ও ১ জন বিশেষ পর্যবেক্ষক

আরও পড়ুন  IPAC: আইপ্যাক নিয়ে সাংসদ সৌগত রায়কে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করল

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39