Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAbhishek Banerjee | ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল? অভিষেকের ভবিষ্যদ্বাণী

Abhishek Banerjee | ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল? অভিষেকের ভবিষ্যদ্বাণী

Follow Us :

উত্তর দিনাজপুর: ২০২৬ বিধানসভায় কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী করে দিলেন অভিষেক (Abhishek Banerjee)। পঞ্চায়েত ভোটের (Panchaya Election) আগে মানুষের প্রার্থী খুঁজে বার করতে ৬০ দিনের কর্মসূচিতে বেরিয়ে জেলায় জেলায় সফর করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তর দিনাজপুর (North Dinajpur)  জেলার চোপড়ায় সভা করেন তিনি। সেই সভা থেকেই তিনি দলের ভবিষ্যদ্বাণী করলেন। বলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২৪০টি আসন পাবে তৃণমূল।

এদিন অভিষেক বলেন, “তৃণমূলকে চমকে ধমকে আটকে রাখা যাবে না। তৃণমূলকে যত চমকেছেন, ধমকেছেন, তত তৃণমূল শক্তিশালী হয়েছে। ২০১১ সালে ক’টা সিট ছিল? ১৮৪টা। ২০১৬ সালে ২১১ আর ২০২১ সালে ২১৪। ২০২৬-এ ২৪০ হবে।” তিনি আরও বলেন, “যত ইডি-সিবিআইয়ের নোটিস আসবে তৃণমূলের আন্দোলনের ঝাঁঝ তত বাড়বে। আমাকে অনেকবার নোটিস পাঠিয়েছে, আমি গিয়ে হাজিরাও দিয়েছি। কিন্তু লড়াই থামাইনি। এটাই তৃণমূল কংগ্রেস। মনে রাখবেন, ইডি-সিবিআই (ED-CBI) দেখিয়ে অন্য যে কোনও দলকে দুর্বল করা যায়, কিন্তু তৃণমূলকে (TMC) নয়”। এভাবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পঞ্চায়েত ভোটের প্রস্তুতি পর্বেই দলকে আগামী বিধানসভা ভোটের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন বলেই মত বাংলার রাজনীতির কারবারিদের একাংশের।

আরও পড়ুন:Abhishek Banerjee | ধমকে-চমকে তৃণমূলকে আটকে রাখা যাবে না : অভিষেক বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকেও এদিন নিশানা করেন অভিষেক। তিনি বলেন,” ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্র কোনও টাকা দিচ্ছে না। সব মিলিয়ে বাংলার প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক দেশে কেউ আপনাদের টাকা আটকে রাখতে পারবে না। মানুষের অধিকারের জন্য লড়াই করতে, ১০০ দিনের টাকা ছিনিয়ে আনতে হলে, ‘নবজোয়ার’ কর্মসূচী শেষে এক কোটি আবেদন নিয়ে দিল্লিতে আন্দোলনএ নামবো। ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না।” 

অভিষেক বলেন, “বিজেপির কয়েক জন নেতা চিমটি কেটে বাংলা ভাগের উসকানি দিচ্ছেন। সাহস থাকলে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডারা এক বার প্রকাশ্যে রাজ্য ভাগের কথা বলুন।” তৃণমূল সরকারে একধিক প্রকল্পের সফলতার কথাও তুলে ধরে তিনি বলেন, “রিপোর্ট কার্ড পেশ করছি, ২৩ লক্ষ মানুষকে ঐক্যশ্রী, ৩০ লক্ষ মানুষকে খাদ্যসাথী, ৪ লক্ষ মানুষকে কন্যাশ্রী, ৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার এই জেলায় দেওয়া হয়েছে৷  বিজেপি রিপোর্ট কার্ড পেশ করে দেখাক এই জেলায় কী করেছে”? দিদি লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা দিচ্ছে, মোদি সেই টাকাই আধার আর প্যান কার্ড লিঙ্কের নামে নিয়ে চলে যাচ্ছে।” 

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে ‘তৃণমূলে নবজোয়ার’ নামে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ২ মাস জেলায় জেলায় ঘুরে জনসভা, অধিবেশন করছেন তিনি। মানুষের সঙ্গে কথাও বলছেন, শুনছেন তাঁদের অভাব অভিযোগের কথা। জনসভা থেকে সুরও চড়াচ্ছেন। নিরাপত্তার পরোয়া না করে প্রতিদিনই যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন সেটাকেও আমজনতা খুব ভালোভাবেই নিচ্ছেন বলে রাজনৈতিক মহলের অভিমত।

 

RELATED ARTICLES

Most Popular