Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপদচ্যুতির পরেই ফের বেলাগাম অনুপম

পদচ্যুতির পরেই ফের বেলাগাম অনুপম

Follow Us :

বীরভূম: অনুপম হাজরা (Anupam Hazra)-কে বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রসাদ নাড্ডা (J P Nadda) অনুপমকে তাঁর দলীয় পদ থেকে সরিয়েছে। এরপরেই অনুপমের ফেসবুক পোস্ট। মঙ্গলবার রাত ২টো ১৬ মিনিটে একটি পোস্ট করে অনুপম লেখেন, পদ থেকে সরবার ঠিক তিন ঘণ্টার মধ্যেই বার্তা। কিছু শর্ত মেনে চললে আবার আগের মতো। কি করা উচিত আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে পরে ওই পোস্ট আবার এডিটও করেন তিনি। পোস্টের কি করা উচিত আপনাদের উপর ছেড়ে দিলাম, এই লাইনটি মুছে দেন।

এদিকে অনুপমের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তিনি জানান, যেমন কর্ম তেমন ফল। বাঁদরের গলায় মুক্তোর মালা। অনুপমের ক্ষেত্রে সেটাই হয়েছিল বলে কটাক্ষ বিজেপিি নেতার। তিনি আরও জানান, অনুপমকে দিল্লির বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পদ থেকে সরিয়ে দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই তাঁকে এই চিঠি দিয়েছে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: সাতসকালে কুস্তির আখড়ায় রাহুল, কথা বজরংয়ের সঙ্গে

বীরভূমের রাজনৈতিক মহলের মতে, অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া, তাকে জাতীয় বিজেপির সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার মূল কারণ, দলের শৃঙ্খলাভঙ্গ। প্রথমত চোর মুক্ত বিজেপি চাই স্লোগান তুলে বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন তিনি। দ্বিতীয়ত, ব্যক্তি অনুপম হাজরার নিজস্ব কোনও সংগঠন নেই, শূণ্য কলসি। এটা দল বুঝতে পেরেছ। তাই দলের ভালোর জন্যই তাঁকে কেন্দ্রীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular