Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যThird Wave of Corona Kolkata: তৃতীয় ঢেউ এসে গিয়েছে, অ্যান্টিবডি ককটেল ওমিক্রনে...

Third Wave of Corona Kolkata: তৃতীয় ঢেউ এসে গিয়েছে, অ্যান্টিবডি ককটেল ওমিক্রনে কাজ করবে না, বলছেন চিকিৎসকেরা   

Follow Us :

কলকাতা:  ভাইরাসের (Omicron Virus) চরিত্র বদল (omicron variant) হয়ে গিয়েছে । কাজেই অ্যান্টিবডি ককটেল কাজ করবে না। জানিয়ে দিলেন কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকেরা। একইসঙ্গে তাঁদের বক্তব্য, কলকাতায় প্রবল ভাবে তৃতীয় ঢেউ (Covid third wave) চলে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় পজিটিভিটি রেট এখন ৩৭ শতাংশের বেশি। হাওড়ায় পজিটিভটির হার ২২.০৩ শতাংশ । উত্তর ২৪ পরগণায় এই হার ১০.৬৫ শতাংশ।

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, অভিজিৎ চৌধুরী, অতিমারি (Omicron Covod-19 Virus) বিশেষজ্ঞ যোগীরাজ রায় এবং চিকিৎসক কুণাল সরকারদের পরামর্শ তৃতীয় ঢেউ মোকাবিলার একমাত্র উপায় জমায়েত বন্ধ করা। একইসঙ্গে  বাড়ির বাইরে বার হলে মাস্ক পরাটা সুনিশ্চিত করা। একমাত্র তাতে করেই এই ঢেউ আটকানো সম্ভব। তবে  তার পরেও আশঙ্কার কথা রয়েছে। আজ অর্থাৎ, মঙ্গলবার থেকে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে এই ভ্যারিয়েন্ট কতটা ক্ষতিকর এবং সংক্রামক তার একটা ছবি পরিষ্কার হবে চিকিৎসকদের কাছে। 

চিকিৎসকদের সতর্কতা, এখন থেকেই সাবধানে থাকলে ওমিক্রন-ঢেউ কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু যদি লাগাম ছাড়া বেনিয়ং দেখা যায়, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে তা আগামী দিনই বলবে। হিসেব বলছে, এই মুহূর্তে যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছেন তাঁর খুব সামান্যই হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু যদি নিয়মবিধি না মেনে খুল্লাম খুল্লা জীবন আমরা কাটাতে থাকি তাহলে পরিস্থিতি কী হবে কেউ জানে না। বর্তমানে ওমিক্রন প্রসঙ্গে অভয়বানী শুনিয়েও চিকিৎসকরা সতর্ক করছেন, কোনও ভাবেই বিধিভঙ্গ করা চলবে না। 

অভিজিৎ চৌধুরী-কুণাল সরকারদের পরামর্শ যে কোনওরকম জমায়েত এড়িয়ে চলুন। মাস্ক পরুন,দূরত্ব বজায় রাখুন।

 

 

RELATED ARTICLES

Most Popular