Placeholder canvas

Placeholder canvas
HomeScrollধান ক্রয় করাকে কেন্দ্র করে ধুন্ধুমার পুরুলিয়ায়

ধান ক্রয় করাকে কেন্দ্র করে ধুন্ধুমার পুরুলিয়ায়

Follow Us :

পুরুলিয়া: সরকারি ভাবে ন্যায্যমূল্যে ধান ক্রয় করাকে কেন্দ্র করে তুমুল অশান্তি। স্থানীয় তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের বিক্ষোভ। ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে রাতভর চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া ২ নম্বর ব্লকের ঘোঙ্ঘা গ্রাম পঞ্চায়েতের চরগালি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে মফস্বল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের নির্দেশিকা মতো চাষীদের সুবিধার্থে গ্রামে গ্রামে ধান ক্রয় করা শুরু হয়েছে পুরুলিয়ায়। সেই মতো বৃহস্পতিবার চরগালি গ্রামে সরকারিভাবে ভ্রাম্যমাণ ক্যাম্প করা হয় ধান ক্রয় করার জন্য। সেখানে ধান বিক্রির জন্য উপস্থিত হয়েছিলেন স্থানীয় চাষীরা। কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, চাষীদের কাছ থেকে ধান ক্রয় না করে ফড়েদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। এরপরই ধান ক্রয় বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল নেতা থেকে স্থানীয় মানুষেরা।

আরও পড়ুন: বছরের শেষ সপ্তাহেে উধাও শীত, কবে ফিরবে ঠান্ডা!

যদিও চাষীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের দাদাগিরির জেরে সরকারি ভ্রাম্যমাণ ক্যাম্পে নায্য মূল্যে ধান বিক্রি করতে বাধার সৃষ্টি হচ্ছে। এতে ধান বিক্রি করতে এসে চাষীরা সমস্যায় পড়ছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। প্রশাসনের আশ্বাসে ধান কেনা শুরু হলেও কিছুক্ষণ পরই ফের বিক্ষোভকারী এলাকাবাসিরা চড়াও হয় ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের উপর। মারধর ও মোবাইল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে ধান কেনা বন্ধ করে দেওয়া হয়। ফের রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে ধান কেনা শুরু হয়।

RELATED ARTICLES

Most Popular