Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsKalyan Banerjee: কল্যাণের বিরুদ্ধে দেশের প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ আইনজীবীদের 

Kalyan Banerjee: কল্যাণের বিরুদ্ধে দেশের প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ আইনজীবীদের 

Follow Us :

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কে নিয়ে মন্তব্য করায় জেলায় জেলায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বিরুদ্ধে বিক্ষোভ হয়৷ দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায় সতর্কও করেছিলেন৷ এবার বিক্ষোভ আছড়ে পড়ল কলকাতা হাইকোর্টে৷ আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি লিখিত অভিযোগও জমা পড়েছে৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে৷ সেই অভিযোগ পত্রের প্রতিলিপি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও জমা পড়েছে। অভিযোগ করেছেন একদল আইনজীবী।

অভিযোগপত্রে আইনজীবীদের অভিযোগ, স্বজনপোষণ ও দুর্নীতি করে নিজের স্বার্থ চরিতার্থ করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মহিলা আইনজীবীদের সঙ্গে কুরুচিপূর্ণ ব্যবহার করেন তিনি। ক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ, লাগামহীন দুর্নীতি, লাঞ্চনার জন্য তাঁরা অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। অবৈধভাবে হাই কোর্টে পরিবারের সদস্যের জন্য চেম্বার করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ মহিলা আইনজীবীদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক সময় তাঁদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করেছেন।

গত সপ্তাহে শ্রীরামপুর লোকসভার বিভিন্ন এলাকায় একাধিক পোস্টারে দাবি করা হয়েছিল, শ্রীরামপুরের জন্য নতুন সাংসদ চাই। কোথাও আবার ‘দিদি’ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার প্রার্থনা করা হয়েছিল। কে বা কারা সেইসব পোস্টার দিয়েছিল, তা অবশ্য জানা যায়নি। সোমবারও হুগলির বিভিন্ন এলাকায় দেখা যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার।

RELATED ARTICLES

Most Popular