Placeholder canvas

Placeholder canvas
HomeScrollফের বিস্ফোরক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা
John Barla

ফের বিস্ফোরক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা

Follow Us :

বানারহাট: ফের বিস্ফোরক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। নাম না করে বিধায়ক দুর্নীতিতে অভিযুক্ত, বিপুল সম্পত্তি বেড়েছে বিধায়ক হওয়ার পর, এমনই গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের। লোকসভা ভোটের টিকিট না পেয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন জন বার্লা। তাঁর এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।

এই ঘটনায় একহাত নিয়েছে রাজ্যের শাসক দলের নেতারা। এহেন বক্তব্যে লোকসভা নির্বাচনের আছে রীতিমতো চাপে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে হাত ছাড়া হয়ে যেতে পারে আলিপুরদুয়ারের আসন।

যদিও বিজেপির গোষ্ঠী কোন্দল মেটাতে মরিয়া রাজ্য এবং কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যেই জন বার্লার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক এবং খোদ এবারের প্রার্থী মনোজ টিগ্গা নিজেও। তবে তাতেও বরফ গলেনি। দীর্ঘ দেড় ঘণ্টা জন বার্লার জন্য অপেক্ষার পরে খালি হাতেই ফিরতে হয় তাঁদের। নেতৃত্ব ফিরতেই ফের বিস্ফোরক মন্তব্য করেন জন বার্লা।

আরও পড়ুন: ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ, সন্তানের দেহ নিয়ে বিক্ষোভে পরিবার

এরপরই মনোজ টিগ্গার বিরুদ্ধে মুখ খোলেন জন বার্লা। ব্যাক্তিগত পেট্রোল পাম্প, ডলোমাইট ব্যবসা থেকে তোলা আদায় সহ ১৫ ডাম্পার থাকার মত গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। এমনকী প্রকাশ্যে হুমকি দিয়েছেন প্রার্থী পদ থেকে নাম বাতিল করতে হবে। স্বাভাবিকবাবেই আলিপুরদুয়ারে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular