Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাDuare Sarkar: জাতীয় স্তরে পুরস্কৃত মমতার স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’

Duare Sarkar: জাতীয় স্তরে পুরস্কৃত মমতার স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’

Follow Us :

কলকাতা: দুয়ারে সরকার (Duare Sarkar)। আরও সোজা ভাবে বললে জনতার নাগালে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প নিয়ে বিরোধীরা কম কটাক্ষ করেনি। সেই প্রকল্প এ বার জাতীয় স্তরে পুরস্কৃত হল। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই-এর (CSI) তরফে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত রাজ্য সরকারের এই প্রকল্প। মানুষের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই প্রকল্প (Duare Sarkar) পুরস্কার পাচ্ছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) টুইটে এই খবর জানিয়েছে। 

২০২০ সালে বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মমতা। খাদ্যসাথী,  স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জোহার, ১০০ দিনের কাজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা প্রকল্পে নাম তোলা সহ যাবতীয় কাজ দুয়ারে সরকারের মাধ্যমে হয়। গ্রামীণ ও পুরসভা এলাকায় শিবির করে এই সব প্রকল্প সম্পর্কে অভাব-অভিযোগ শোনেন প্রশাসনিক কর্তারা। দ্রুত সমাধানও মেলে। ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে অ্যাপেক্স কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 

ইতিমধ্যেই ২ দফায় ‘দুয়ারে সরকার’ শিবির আয়োজন করেছে রাজ্য সরকার। রাজ্যের একটা বড় অংশের মানুষ সরকারি নানা পরিষেবা কীভাবে পাওয়া যায় তা বুঝতে পারতেন না। সেই বিষয়ে মানুষকে সচেতন করতেই দুয়ারে সরকার কর্মসূচি চালু করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প শুরু হয়। প্রকল্প চালু হওয়ার পর থেকেই তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। নতুন বছরের গোড়াতেই চালু হওয়ার কথা ছিল। কোভিড বিধিনিষেধের জেরে তা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। 

জাতীয় ক্ষেত্রে অত্যন্ত নামক সংস্থা সিএসআই(CSI)। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। এই রকম সংস্থার কাছ থেকে পুরস্কার মেলায় খুশি নবান্ন। এর আগেও রাজ্য সরকারের নানা প্রকল্প পুরস্কার পেয়েছে। কন্যাশ্রীকে প্রকল্পকে ইউনিসেফ থেকে পুরস্কৃত করা হয়। একাধিকবার রাজ্যের ঝুলিতে এসেছে ‘স্কচ অ্যাওয়ার্ড’। মাসখানেক আগেও শিক্ষা ও পর্যটনে স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড পায় পশ্চিমবঙ্গ সরকার। 

RELATED ARTICLES

Most Popular