Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যরেশন দুর্নীতির তদন্তে ফের শাহজাহানের বাড়িতে ইডি

রেশন দুর্নীতির তদন্তে ফের শাহজাহানের বাড়িতে ইডি

সকাল সকাল শাহজাহানের বাড়িতে ইডি-র বিশাল টিম

Follow Us :

উত্তর ২৪ পরগনা: রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে বুধবার সকাল সকাল শাহজাহানের (Seikh Sahajahan) বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) বিশাল টিম। ইডি সূত্রে খবর, ২৫টি গাড়িতে ১২৫ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সাত জনের একটি দল বুধবার সকাল সাতটা নাগাদ পৌঁছয় শাহজাহানের বাড়িতে।

এর আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে (Sandeshkhali) শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে হিংসার মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। সেই ঘটনা যাতে আবার না ঘটে তাই এবার রীতিমতো প্রুস্তুত নিয়ে মাঠে নেমেছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মাথায় হেলমেট, হাতে গার্ড পরে সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। জেলা পুলিশকে এ দিন আগাম খবর দিয়ে রাখা হয়েছিল ইডির তরফ থেকে। শাহাজাহানের বাড়িতে ইডি পৌঁছলে তাঁদের কাছে তল্লাশির পরোয়ানা দেখতে চায় পুলিশ। তা দেখানোর পরেই পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মেলে।

আরও পড়ুন: বীরভূমে কোর কমিটি ভেঙে দিলেন মমতা, নতুন কমিটিতে বাদ কাজল

যদিও শাহজাহানের বাড়িতে ঢুকতে এবারও বাধার মুখে পড়তে হয়েছে ইডি-র আধিকারিকদের। শাহজাহানের বাড়িতে তালা লাগানো ছিল। বার বার ডাকাডাকি করায় বাড়ির ভিতর থেকে এক জন বাইরে বেরিয়ে আসেন। তাঁর কাছে চাবি চাওয়া হলে তিনি জানান, তাঁর কাছে চাবি নেই। এর পরেই তালা ভাঙার জন্য দু’জন চাবিওয়ালাকে ডেকে পাঠায় ইডি। তাদের সাহায্যেই বেশ তালা ভেঙে সকাল পৌনে আটটা নাগাদ শেখ শাহজাহানের বাড়িতে ঢোকেন ইডির ছ’জন আধিকারিক। ইডির তরফে পুরো বিষয়টি ভিডিও করে রাখা হচ্ছে বলেই জানা যাচ্ছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular