Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাEgra Incident | চাপের মুখে এগরা কাণ্ডে বিস্ফোরক ধারা যুক্ত এফআইআরএ

Egra Incident | চাপের মুখে এগরা কাণ্ডে বিস্ফোরক ধারা যুক্ত এফআইআরএ

Follow Us :

কলকাতা: এবার চাপের মুখে এগরা কাণ্ডে নতুন ধারা যোগ করল সিআইডি। সূত্রের খবর, শুক্রবার এগরায় বেআইনি বাজি বিস্ফোরণের ঘটনায় ভারতীয় দণ্ডবিধি ৩০২, ৩০৭ সহ বিস্ফোরক আইন ১৯৮৪ সালের ৯বি ধারা যোগ করেছে। বুধবারই এগরা কাণ্ডে এফআইআর দায়ের করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ২৮৬ ও ১৮৮ ধারায় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ, তাঁর স্ত্রী ও ছেলের নামে এফআইআর দায়ের করেছিল এগরা থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছিল, এই ঘটনায় বিস্ফোরক আইনে কোনও ধারা দেওয়া হয়নি কেন। তা নিয়ে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এবার সেই ঘটনায় খুন, খুনের চেষ্টা সহ বিস্ফোরক আইন এফআইআরএ যোগ করা হল। বলা যেতে পারে চাপের মুখেই শেষে বিস্ফোরক ধারা যোগ করল রাজ্যের গোয়েন্দা বিভাগ।

উল্লেখ্য, এদিনই এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হয়। ওড়িশার কটকের হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন ভানু। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পড়শি রাজ্য থেকে ভানুর দেহ আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলেকে হেফাজতে নেওয়া হবে। এগরা বিস্ফোরণ মামলায় ভানু, তাঁর পুত্র ও ভাইপোর বিরুদ্ধে মূল অভিযুক্ত হিসেবে মামলা দায়ের হয়েছিল। ভানুর মৃত্যু হওয়ায় বর্তমানে এই মামলার মূল অভিযুক্ত তাঁর ছেলে ও ভাইপো। ইতিমধ্যে ভানুর ভাইপোকে আট দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বদলি এগরা থানার আইসি মৌসম চক্রবর্তী

বৃহস্পতিবারই এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানু সহ তাঁর ছেলে এবং ভাইপোকে আটক করেছিল পুলিশ। সূত্রের খবর, ছেলের নাম পৃথ্বীজিৎ বাগ ও ভাইপোর নাম ইন্দ্রজিৎ বাগ। সিআইডি সূত্রে জানা যায়, বিস্ফোরণের দিন একটি মোটরসাইকেলে করে আহত অবস্থায় ভানু ও তাঁর ছেলে এবং ভাইপো ওড়িশায় পালিয়ে যান। ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে ভর্তি ছিলেন ভানু। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত থাকায় ভানুকে হাসপাতালেই রাখা হয়। গতকালই রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। 

RELATED ARTICLES

Most Popular