Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যবিপদসীমার ওপর দিয়ে বইছে কেলেঘাই নদীর জল, আতঙ্কে এলাকাবাসী

বিপদসীমার ওপর দিয়ে বইছে কেলেঘাই নদীর জল, আতঙ্কে এলাকাবাসী

নদীর জলে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম

Follow Us :

মেদিনীপুর: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি (Rain)। ইতিমধ্যে, কেলেঘাই (Keleghai) নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। তারওপর আবার ভারী বৃষ্টির ফলে একাধিক জলাধার থেকে জল ছাড়া হয়েছে। ফলস্বরূপ বাগুই ও কেলেঘাই নদী উপচে জল ডুকছে পটাশপুর ১ নং ব্লকের চকগোপাল প্রদিমা সহ বহু গ্রামে। নদীর জলে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম। বেশ কিছু মাটির বাড়িতে জল ঢুকে গিয়েছে। রাস্তাঘাট চলে গিয়েছে জলের তলায়। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের জমি। ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন এলাকাবাসীরা।

প্রশাসনের তরফে প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির। খোলা হয়েছে জেলা পুলিশের কন্ট্রোল রুম। পরিস্থিতি মোকাবিলায় তৎপর সেচ দফতরও। বাঁধের যে সব জায়গা নিচু, সে সব জায়গায় ফেলা হচ্ছে মাটির বস্তা। প্রচুর পরিমাণে মাটি ভর্তি বস্তা তৈরি রাখা হয়েছে। কেলেঘাই নদী তীরবর্তী আমগাছিয়া, কাটাখালী, লাঙ্গলকাটা এলাকায় জল দ্রুত গতিতে বাড়ছে। লাঙলকাটা ব্রিজের ওপর বইছে জল। ঝুঁকি নিয়ে পারাপার করছে স্থানীয় মানুষ। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন পটাশপুরের মানুষজন।

আরও পড়ুন: জল ছাড়ছে ডিভিসি, প্লাবিত হাওড়া-হুগলির বিস্তীর্ণ এলাকা

বুধবার সকাল আটটার সময় আমগাছিয়াতে জলের উচ্চতা ৬.২৯ মিটার ছিল। যেখানে বিপদসীমা ৫.৭৯ মিটার। আর চরম বিপদসীমা ৬.৪০ মিটার। বাজকুল এগরা রাজ্য সড়ক জলমগ্ন হওয়ায় যান চলাচল ব্যাহত।

দেখুন আরও অন্য খবর: 

 

RELATED ARTICLES

Most Popular