উদয়নারায়ণপুর ও তারকেশ্বর: ডিভিসির (DVC) ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুর (Udaynarayanpur)। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের (Rain) জেরে জল ছাড়ছে ডিভিসি। ডিভিসি লক্ষাধিক কিউসেক জল ছাড়ায় হুগলি ও হাওড়া জেলার বেশ কিছু অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদয়নারায়ণপুরের কুরচি ও টোকাপুড় এলাকায় দামোদরের বাঁধ উপছে জলমগ্ন প্রায় আটটি গ্রাম। ডিহিভুরসুট রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
উদয়নারায়ণপুরের জঙ্গলপাড়ায় নদী সংলগ্ন অনেক বাড়িতেও জল ঢুকেছে। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। গবাদি পশু নিয়ে সমস্যায় পড়েছে পরিবারগুলি। তাদের দাবি, রিং বাঁধ তৈরি হওয়ার আগে নদীর পাড়ে বাড়ি করেছিলেন। তাই প্রতিবছর বন্যার সময় দুর্ভোগ হয়।
আরও পড়ুন: হু হু করে জলস্তর বাড়ছে দামোদরে
একটানা বৃষ্টির জেরে জল জমেছে হুগলি জেলার তারকেশ্বর, খানাকুল-সহ বিভিন্ন এলাকায়। নিচু এলাকাগুলি প্লাবিত। ফুঁসছে একাধিক নদীর জলস্তর। ইতিমধ্যে দুর্গাপুর জলাধার থেকে ধাপে ধাপে জল ছাড়া হয়েছে। তাতেই দামোদর, মুণ্ডেশ্বরী, দ্বারকেশ্বর সহ একাধিক নদী বিপদসীমা দিয়ে বইছে। দুই জেলাতেই প্রশাসনিক কর্তাদের দাবি, তাঁরা সতর্ক রয়েছেন।
দেখুন আরও অন্য খবর: