Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরDarjeeling Snowfall: সাদা বরফের চাদরে মোড়া পাহাড়, দার্জিলিঙে চলছে তুষারপাত

Darjeeling Snowfall: সাদা বরফের চাদরে মোড়া পাহাড়, দার্জিলিঙে চলছে তুষারপাত

Follow Us :

দার্জিলিং:দশ বছর পর বরফের আস্তরণে (Heavy Snow fall) মুড়ল দার্জিলিং(Darjeeling) জেলার ঘুম স্টেশন ও টাইগার হিল এলাকা। দুদিন আগেই সান্দাকফু ও চটকপুরে বরফ পড়েছিল। ফের ওইসব এলাকায় তুষারপাত হওয়ায় বরফের সাদা চাদরে মুড়েছে শৈলশহর।

রাস্তাঘাট, অলিগলি এখন যেন কেবলই সাদা আস্তরণে ঢাকা। হাড় কাঁপানো ঠান্ডায় মজেছে দার্জিলিং।  হিমেল হাওয়ার দাপটে হু হু করে নামছে তাপমাত্রা। এইমুহুর্তে দার্জিলিঙয়ের তাপমাত্রা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে কনকনে ঠাণ্ডায় জবুথবু পর্যটকরা। জানালা দিয়ে দৃষ্টি গড়ালে শুধুই  তুষারে ঢাকা পাহাড়। ঝিরিঝিরি তুষারপাতে কনকনে ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরা। আর পাল্লা দিয়ে চলছে সেলফি তোলার ধুম। যে ছবি ধরা দিচ্ছে সোশ্যাল সাইটে। কোথাও বরফের সঙ্গে খেলা। তো আবার কোথাও বরফের টুকরো হাতে নিয়ে ছবি। সব মিলিয়ে দার্জিলিঙে তুষারপাতের আনন্দে মেতে উঠেছেন পর্যটকেরা।

 

বুধবার সকাল থেকেই বিশ্বের অন্যতম সানরাইজের স্থান টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। সূর্যোদয় দেখতে প্রচুর পর্যটক ভিড় জমান সেখানে। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা বরফের সাদা চাদরে মুড়ে যায়। যার ফলে ৩ মাইল রাস্তা বরফে ঢাকা পরে বন্ধ হয় যায়।

বরফে ঢাকা পরে বন্ধ হয় যাওয়া রাস্তা

টাইগার হিলের সূর্যোদয় দেখতে দেখতে তুষারপাতের আনন্দ উপভোগ করেন পর্যটকেরা। বেড়াতে আসা শহুরে মানুষ মুগ্ধ হয়ে যান সেই সৌন্দর্যে। বেলা গড়াতেই পাহাড়ের বিভিন্ন এলাকা সাদা চাদরে ঢাকা পড়তে শুরু করে। টাইগার হিল ছাড়াও এদিন দার্জিলিঙয়ের জলাপাহাড়, ঘুমের বাতাসিয়া লুপেও তুষারপাত হয়।

গত কয়েকদিন ধরেই দার্জিলিং পাহাড়ের চলছে প্রবল শৈত্যপ্রবাহ। ২৫ ডিসেম্বর দার্জিলিংয়ের সান্দাকফু, চটকপুর সহ বিভিন্ন জায়গায় অল্পবিস্তর তুষারপাত হয়েছিল। তারপর থেকেই পাহাড়ে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। পর্যটক ভরা মরশুমে প্রচুর সংখ্যক পর্যটক বড়দিনের ছুটি কাটাতে পাহাড়ে এসেছেন।

গাড়ি করে সান্দাকফুর অভিমুখে রওনা দিয়েছে বহু পর্যটক।

 

তুষারপাতের খবরে বুকিংয়ের খোঁজ আসতে শুরু করেছে ট্যুর অপারেটরদের কাছে। যে কারণে খুশি পর্যটন ব্যবসায়ীরাও!

আরও পড়ুন বাড়ল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়

আরও পড়ুন Breaking News Jalpaiguri Mountaineering: জলপাইগুড়িতে শুরু পর্বতারোহণ প্রশিক্ষণ শিবির

 

RELATED ARTICLES

Most Popular