Homeরাজ্যবন্ধ হল কৃষ্ণ কল্যাণীর ভ্রাম্যমান রুটির গাড়ি!
Krishna Kalyani

বন্ধ হল কৃষ্ণ কল্যাণীর ভ্রাম্যমান রুটির গাড়ি!

বিরোধীদের কারণে বন্ধ রুটির গাড়ি, ক্ষুব্ধ কৃষ্ণ কল্যাণী

Follow Us :

রায়গঞ্জ: নির্বাচন কমিশনের কাছে বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ লোকসভার (Raiganj Lok Sabha) তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) পিতার স্মরণে ভ্রাম্যমান রুটির গাড়ি (Mobile Bread Cart) বন্ধ হল। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যানী জানান আজ থেকে ২৬ তারিখ পর্যন্ত রুটির গাড়ি বন্ধ করা হল নির্বাচনের পরের দিন থেকে আবার চালু হবে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৭)

পাশাপাশি তিনি আরও বলেন লোকসভা নির্বাচনের পর ইসলামপুর মহকুমাতেও আরেকটি রুটি গাড়ি চালু করবেন। বিজেপি শিবির বুঝতে পেরেছে তারা জিততে পারবে না সেই কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে তিনি দাঁড়িয়ে থেকে যেটুকু সাহায্য করছিলেন তা বন্ধ হল।

আরও পড়ুন: গরমে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ও‌আর‌এস, ছাতা

দীর্ঘ ৯২০ দিন এই রুটির গাড়ি সাধারণ মানুষকে কিছুটা সুবিধা দেওয়ার জন্য খাওয়ার পরিবেশন করে আসছে। এতে কোন রাজনৈতিক দলের সিম্বল ব্যবহার না করে অন্নপূর্ণা ভাণ্ডারা নাম দিয়ে চালু করা হয়েছিল। হাসপাতালের রোগীর পরিজন, গরীব টোটোওয়ালা, রিক্সাওয়ালারা এর সুযোগ সুবিধা নিচ্ছিল। তা আজ বিরোধীদের কারণে বন্ধ করতে বাধ্য হলেন বলে উল্লেখ করেন কল্যানী।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular