Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যফেসবুক রিল করতে গিয়ে প্রাণ গেল তিন ছাত্রের

ফেসবুক রিল করতে গিয়ে প্রাণ গেল তিন ছাত্রের

আহিরন ব্রিজের ওপর ফেসবুক রিল করতে গিয়ে মৃত্যু হল তিন স্কুল ছাত্রের

Follow Us :

মুর্শিদাবাদ: ফেসবুক রিল করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন স্কুল ছাত্রের। ঘটনাটি মুর্শিদাবাদের (Murshidabad) সুতি থানা এলাকায়। যেমনটা জানা যাচ্ছে, আহিরন ব্রিজে রেল লাইনের ওপর ফেসবুক রিল (Facebook) করতে গিয়ে মৃত্যু হয়েছে তিন স্কুল ছাত্রের। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতি থানার আহিরন ব্রিজ এলাকায়। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর। আশঙ্কাজনক অবস্থাতে তাদেরকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকাল সাড়ে তিনটে নাগাদ আহিরন ব্রিজের উপর দাঁড়িয়ে কয়েকজন ফেসবুক রিল করছিল। সেই সময়ে জঙ্গিপুর থেকে ফারাক্কাগামী একটি ট্রেন হঠাৎই চলে আসে। ট্রেনটি হঠাৎ করে চলে আসায় রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা ওই কিশোররা ব্রিজ থেকে সরে যাওয়ার সুযোগ পায়নি। আহত এবং মৃত যুবকরা পরস্পরের বন্ধু ছিল বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে উর্দি পরা পুলিশকর্তা

স্থানীয় পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রদের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ। সকলেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা। তিন ছাত্রই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করত বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নামে এসেছে এলাকা জুড়ে। জখমদের নাম রোহিত শেখ ও আকাশ শেখ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার মন্তব্য “অভিভাবকদের এবিষয়ে সতর্ক হওয়া উচিত। কারণ, রিল আর রিয়্যাল লাইফ এক হয় না।”

আরও অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular