Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWB College Admission: কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি চালু হচ্ছে না এ বছর

WB College Admission: কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি চালু হচ্ছে না এ বছর

Follow Us :

কলকাতা: এই বছর রাজ্যের কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হচ্ছে না। উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকের পর শিক্ষা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই খবর শিক্ষা দফতর সূত্রের।

এদিনের বৈঠকে কয়েকজন উপাচার্য জানান, কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল চালু করার ক্ষেত্রে এখনও পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি হয়নি। তাই মেধাতালিকা তৈরিতে ত্রুটিবিচ্যুতি থাকলে সমস্যা হবে। পরে ভর্তির ক্ষেত্রে তা বড় আকার ধরতে পারে। তাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই তাড়াহুড়ো করা ঠিক হবে না বলে ওই উপাচার্যদের মত।

শিক্ষা দফতর সূত্রের খবর, এর পরেই মন্ত্রী জানান, তা হলে এই বছর অনলাইনে ভর্তির প্রক্রিয়া স্থগিত থাকুক। ঠিক হয়েছে, আগে কলেজগুলি যেভাবে নিজেরা আলাদা অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালাত, এবারও সেভাবেই ভর্তি প্রক্রিয়া চলবে।
নবান্ন সূত্রের খবর, শিক্ষামন্ত্রী বরাবরই কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার পক্ষে ছিলেন। ২০১১ সালে পালা বদলের পর শিক্ষামন্ত্রী হওয়ার পরই তিনি এ ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেন।

আরও পড়ুন: Mukesh Ambani: রিলায়েন্স জিও’র চেয়ারম্যান পদে ইস্তফা মুকেশ আম্বানির, নৌকার হাল ছেলের হাতে

কিন্তু ২০১৯ সালে তাঁকে সরিয়ে শিক্ষামন্ত্রী করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর আর বিষয়টি অগ্রসর হয়নি। সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের নেতারাই এ ব্যাপারে আপত্তি তোলেন। তবে এবার ফের শিক্ষামন্ত্রী হওয়ার পর ব্রাত্য কেন্দ্রীয়ভাবে কলেজগুলিতে অনলাইন অনলাইন ভর্তি প্রক্রিয়া চালুর ব্যাপারে উদ্যোগী হন। মাঝে তিনি ঘোষণাও করেন, এ বছর কেন্দ্রীয়ভাবে অনলাইন প্রক্রিয়ায় ভর্তি করা হবে কলেজগুলিতে। কিন্তু শেষ পর্যন্ত এবারও তা চালু হল না।

RELATED ARTICLES

Most Popular