Placeholder canvas

Placeholder canvas
HomeবাংলাদেশTMC 21 July Rally: এ বছর রাজ্যে রাজ্যে পালিত হবে 'একুশে'

TMC 21 July Rally: এ বছর রাজ্যে রাজ্যে পালিত হবে ‘একুশে’

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: করোনা-কারণে গত দু’বছর বন্ধ ছিল প্রকাশ্য সমাবেশ৷ ওই সময়ে তৃণমূল কংগ্রেস ২১ জুলাই পালন করেছিল ভার্চুয়ালি। এবার পুরোনো জায়গাতেই ফিরছে শহিদ দিবসের মহাসমাবেশ৷ ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী বৃহস্পতিবার, ২১ জুলাই, লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের সুর একুশের মঞ্চ থেকেই বেঁধে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের শাসক দল এই সমাবেশকে ‘তাক লাগানো’ স্তরে তুলতে চাইছে৷

দল ইতিমধ্যেই বড় হয়েছে৷ একাধিক রাজ্যে বিস্তৃতি লাভ করেছে৷ তৃণমূল কংগ্রেস এখন সর্বভারতীয় দল৷ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন ঘাসফুলের প্রার্থীরা৷ আগামীদিনেও বেশ কয়েকটি রাজ্যে প্রার্থী দেবে তৃণমূল৷

এই সব কারণেই দলীয় নেতৃত্ব স্থির করেছে, এ বছর কলকাতায় আয়োজিত মহাসমাবেশ পৌঁছে দেওয়া হবে দেশের সর্বত্র৷ যে সব রাজ্যে দলের কার্যালয় চালু করা হয়েছে, সেখানে যথাযথ মর্যাদায় পালন করা হবে  শহিদ দিবস৷ জায়ান্ট স্ক্রিনে দলনেত্রীর বক্তৃতা দেখানোর পাশাপাশি পালিত হবে বিভিন্ন স্থানীয় সামাজিক কর্মসূচিও৷ একাধিক রাজ্য নেতৃত্বকে তৃণমূলের শীর্ষস্তর ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছে৷ তাই বাংলা ছাড়াও বাইরের একাধিক রাজ্যে ২১ জুলাই-এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ভার্চুয়ালি শোনানো হবে৷ দিল্লিতেও আলাদা কর্মসূচির মাধ্যমে শোনানো হবে দলনেত্রীর বক্তৃতা৷

স্থির হয়েছে, দেশের যে সব রাজ্যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে, সেখানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের বক্তৃতা৷  অসম, ত্রিপুরা, মেঘালয়, গোয়া, উত্তরপ্রদেশ, হরিয়ানায় পালিত হবে তৃণমূলের শহিদ দিবস। ত্রিপুরা তৃণমূলের সভাপতি সুবল ভৌমিক এবং অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা জানিয়েছেন, রাজ্যের স্থানীয় ইস্যুকে সামনে রেখে ওইদিন সভা হবে৷ নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে পালন করা হবে ২১ জুলাই৷

সুবল ভৌমিক বলেছেন, ‘আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ একুশের মঞ্চ থেকে দলনেত্রী ত্রিপুরার জন্য কী বার্তা দেন, তা শুনতে এখানকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন’৷ ওদিকে অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা জানিয়েছেন, ‘রাজ্যের বিজেপি সরকার অসমের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে৷ এই রাজ্য থেকে বিজেপিকে হঠাতে একুশে জুলাই আমরা সংঘবদ্ধভাবে শপথ নেব’৷

RELATED ARTICLES

Most Popular