Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনওটিটিতে বিশ্বকাপ জয়ের গল্প

ওটিটিতে বিশ্বকাপ জয়ের গল্প

Follow Us :

বড়পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে ১৯৮৩র বিশ্বকাপ জয়ের গল্প ‘৮৩’। সূত্রের খবর,একসঙ্গে দুটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রণভীর সিং অভিনীত এই ছবি।কিন্তু কেন দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে কবীর খানের ছবি ‘৮৩’?বড়পর্দায় হিন্দির পাশাপাশি সবকটি দক্ষিণী ভাষায় ছবি দেখার সুযোগ পেয়েছিলেন সিনেপ্রেমীরা।এবার ওটিটিতেও হতে চলেছে এমনটাই।একটি ওটিটি প্ল্যাটফর্মে হিন্দি ভাষায় ‘৮৩’ দেখতে পাবেন দর্শক।এবং অন্য ওটিটিতে সবকটি দক্ষিণী ভাষায় এই ছবি দেখার সুযোগ মিলবে বলেই খবর।প্রায় ২ বছর অপেক্ষার পর গত ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণভীর সিংয়ের ‘৮৩’।মুক্তির পর শুরুতেই দর্শকমহলে দারুণ সারা ফেললেও গোটা দেশে হানা দেয় করোনার তৃতীয় ঢেউ।যার জেরে দেশের বেশ কিছু রাজ্যে বন্ধ হয়ে যায় ছবি প্রদর্শন।পাশাপাশি বাকি রাজ্যে সংক্রমণ এড়াতে আর ‘৮৩’ দেখতে হলে ভীড় জমাননি সিনেপ্রেমীরা।যে কারণে দর্শকদের প্রবল চাহিদা স্বত্বেও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ‘৮৩’।

তবে ওটিটিতে যে ছবি দেখার অপেক্ষায় রয়েছেন অসংখ্য সিনেপ্রেমী, সেটা ভালোই বুঝতে পারছেন ‘৮৩’-র নির্মাতারা।সেই কারণেই বড়পর্দায় ব্যবসার ঘাটতি পূরণ করার চেষ্টা করেছেন তাঁরা।শোনা যাচ্ছে,বিপুল অঙ্কের বিনিময়ে ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে ৮৩।এতে যে নির্মাতাদের মুখে একটু হলেও হাসি ফুটবে তা বলাই বাহুল্য।দুটি ওটিটি প্ল্যাটফর্মেই আগামী ১৮ অথবা ২৫ফেব্রুয়ারি থেকে ‘৮৩’-র স্ট্রিমিং শুরু হতে পারে বলে মিলছে খবর।

RELATED ARTICLES

Most Popular