Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsUddhav Thackeray: আজ ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন উদ্ধব ঠাকরে

Uddhav Thackeray: আজ ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন উদ্ধব ঠাকরে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মহা সঙ্কটের মুখে মহারাষ্ট্রের জোট সরকার। রাজনৈতিক সঙ্কট ক্রমশ জটিল হচ্ছে মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে বুধবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, সেখানে ঠিক হবে পরবর্তী রণকৌশল। দুপুর ১টা নাগাদ রাজ্য মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করবেন তিনি।

বিদ্রোহী বিধায়কদের নিয়ে শক্তি বাড়াতে শুরু করেছেন একনাথ শিন্ডে। ইতিমধ্যে, একনাথ শিন্ডে-সহ ৪০ জন বিক্ষুব্ধ শিবসেনা বিধায়ক পৌঁছে গিয়েছেন অসমে। সেখানে ব়্যাডসন ব্লু হোটেলে রয়েছেন তাঁরা। গুয়াহাটি বিমানবন্দরে তাঁদের নিতে অসমের দুই বিজেপি বিধায়কও পৌঁছে যান। সরকার ধরে রাখতে মরিয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মঙ্গলবার শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন তিনি। এরই মধ্যে একনাথ ঘনিষ্ঠ শিবসেনার তিন বিধায়ক উদ্ধবের সঙ্গে দেখা করেন। আশ্চর্যের বিষয় হল মহারাষ্ট্রের ২৩ জন বিজেপি বিধায়ক আবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে এনসিপির ভিতরকার খবর।

আরও পড়ুন: Eknath Shinde: গুজরাত ছেড়ে এবার অসমে বিক্ষুব্ধ শিবসেনা নেতা একনাথ সিন্ডে

তাঁর সঙ্গে উদ্ধব ঘনিষ্ঠ মিলিন্দের কী কথা হল তা অবশ্য জানা যায়নি। মঙ্গলবার রাতে মুম্বইতে বিজেপির প্রধান কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজেপির আশঙ্কা ছিল যে কোনও সময়ে শিবসেনার উগ্র সমর্থকরা ওই কার্যালয়ে হামলা চালাতে পারে। সব মিলিয়ে নাটক একেবারে তুঙ্গে। জোট সরকারের বড় ভরসা সেই বৃদ্ধ শরদ পাওয়ারই। তিনি যখন ময়দানে নেমেছেন তখন দুশ্চিন্তা অনেকটাই কম জোট সরকারের তিন শরিকের। তিনি যে কোনও মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক শিবির।

RELATED ARTICLES

Most Popular