Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরKathmandu-Siliguri: বহু দিনের ইচ্ছা পূরণ, শিলিগুড়ি থেকে শুরু কাঠমান্ডু বাস পরিষেবা

Kathmandu-Siliguri: বহু দিনের ইচ্ছা পূরণ, শিলিগুড়ি থেকে শুরু কাঠমান্ডু বাস পরিষেবা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: এবার বাসে করেই শিলিগুড়ি থেকে পৌঁছনো যাবে কাঠমান্ডু। বুধবার চালু হল এই পরিষেবা। সৌজন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC। আপাতত সপ্তাহে তিনদিন করে এই বাস পরিষেবা পাবেন পর্যটকরা।

বহু দেশি-বিদেশি পর্যটক শিলিগুড়ি থেকে দার্জিলিং, ডুয়ার্স বা সিকিম যান। তাঁদের মধ্যে বেশ কিছু পর্যটক শিলিগুড়ি থেকে নেপালেও ঘুরতে যায়। এইসব পর্যটকদের কথা মাথায় রেখেই পর্যটন ব্যবসায়ীরা বহুদিন থেকে শিলিগুড়ি-নেপাল বাস পরিষেবার দাবি জানিয়ে আসছে।অবশেষে রাজ্য সরকারের পরিবহন দফতর পর্যটক এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের কথা মাথায় রেখেই শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু বাস পরিষেবা শুরু করল।

শিলিগুড়ি থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী-সহ অনেকে।

আরও পড়ুন- তরুণ মজুমদার চলে গিয়েছেন, মানতে পারছেন না মেটেলির মানুষজন 

RELATED ARTICLES

Most Popular