Placeholder canvas

Placeholder canvas
HomeদেশBengaluru Flood: রাতভর ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি বেঙ্গালুরুতে

Bengaluru Flood: রাতভর ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি বেঙ্গালুরুতে

Follow Us :

বেঙ্গালুরু: জলমগ্ন বেঙ্গালুরু। রাতভর ভারী বৃষ্টির জেরে শহরের অধিকাংশ রাস্তাই আপাতত জলের তলায়। সোমবার ও মঙ্গলবার সপ্তাহের শুরুতেই জলমগ্ন বেঙ্গালুরুতে যানজট তৈরি হয়েছে। যথেষ্ট অস্বস্তিতে পুর-প্রশাসন। প্রশাসনের তরফে শহরবাসীকে জরুরি কারণ ছাড়া রাস্তায় বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশকিছু ছবিতে দেখা গিয়েছে, এয়ারপোর্ট রোডে আটকে রয়েছে বাস। বেলাগেরে-পানাথুর রোডও জলমগ্ন। উদ্ধারকারীরা নৌকায় চেপে বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানান, গোটা বেঙ্গালুরু সমস্যায় পড়েনি। ২টি অঞ্চল, বিশেষ করে মহাদেবপুরার ছোট এলাকাগুলি বেশি সমস্যায় পড়েছে। ওই এলাকায় ৬৯টি ট্যাঙ্ক রয়েছে এবং সবগুলি উপচে পড়ছে জলে। বেঙ্গালুরুতে জল নিষ্কাশনের জন্য ১৫০০ কোটি টাকা এবং জবরদখলের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দা করা হয়েছে।

এই পরিস্থিতিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, বেঙ্গালুরুতে এই অবস্থার জন্য দায়ী কংগ্রেস। তাদের অপরিকল্পিত নির্মাণের কারণেই এই অবস্থা তৈরি হয়েছে রাজ্যে। তারা বিভিন্ন জলাশয়ের একেবারে ধারে ঘরবাড়ি নির্মানের অনুমোদন দিয়েছেল। এই কারণে জল বেরনোর কোনও জায়গা নেই।

সোম এবং মঙ্গলবার এমনই বিপাকে পড়েছে বেঙ্গালুরুবাসী। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে বন্ধ বহু রাস্তা। বন্ধ স্কুল, কলেজ। এএনআইকে কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৃষ্টির কারণে বেশ ক্ষতিহয়েছে। ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, সে বিষয়ে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে আলোচনা করা হবে। আবহাওয়া সূত্রে খবর, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলবে কর্নাটকে। বিশেষভাবে বেঙ্গালুরুতে হবে ভারী বৃষ্টি। উত্তর ও দক্ষিণ কন্নড়, শিবমোগ্গাতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন : Burkina Faso: বুরকিনা ফাসোতে আইইডি বিস্ফোরণে হত ৩৫

প্রসঙ্গত, কর্নাটকের রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা ছাড়াও শহরের অধিকাংশ বহুতলের বেসমেন্ট পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। শহরের ইকোস্পেস, কেআর মার্কেট, সিল্ক রোড জাংশন লাগোয়া রিং রোড এলাকারও বিস্তীর্ণ অংশের পরিস্থিতি শোচনীয়। শহরের ওল্ড এয়ারপোর্ট রোড এলাকা দেখে মনে হচ্ছে যেন বানভাসি পরিস্থিতি। অবস্থা সরেজমিনে দেখতে দুদিন আগেই ঘটনাস্থল গিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সপ্তাহের শুরুতেই জলমগ্ন রাস্তায় যানজটের জেরে যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হওয়ায় বিলক্ষণ অস্বস্তিতে পড়েছে প্রশাসন। শহর লাগোয়া বেলাগেরে-পানাথুর রোড কার্য়ত নদীর আকার নিয়েছে। মহাদেবপুরা এলাকার অন্তত ৩০টি বিপুল আকারের হাউসিং কমপ্লেক্স একেবারে জলমগ্ন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
00:00
Video thumbnail
Lok Sabha election 2024 | কলকাতা টিভিতে মুখোমুখি সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল, কী বললেন শুনে নেব
00:00
Video thumbnail
Arjun Singh | বিবাহ তিরে বিদ্ধ অর্জুন সিং, অভিরূপ সিং অর্জুনের পুত্র দাবি সোমনাথ শ্যামের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | '২৩ তারিখ ঘাটালের হিরোকে জিরো করবে', দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
00:00
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | 'হঠাৎ করে সমীকরণ বদলে যায় দিদির', কার্তিক মহারাজ ইস্যুতে অধীরের তোপ
02:39
Video thumbnail
Raj Bhavan | রাজভবনের ৩ কর্মীকে ফের তলব, হেয়ার স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ
02:02
Video thumbnail
Narendra Modi | 'ইসকন, রামকৃষ্ণ মিশনকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী', পুরুলিয়ায় মমতাকে নিশানা মোদির
11:22
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
00:43
Video thumbnail
Curd | দইয়ের সঙ্গে খাবেন না এই ৫ খাবার!
01:21
Video thumbnail
Ghatal | ঘাটালে বিজেপির প্রচারে বাধার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে
00:53