Placeholder canvas

Placeholder canvas
HomeদেশED Anubrata Mondal: ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডল

ED Anubrata Mondal: ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডল

Follow Us :

 কলকাতা: এবার ইডির (ED) বিরুদ্ধে দিল্লি  হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হলেন অনুব্রত (Anubrata Mondal) মণ্ডল। পশ্চিমবঙ্গের মামলায় কেন তাঁকে দিল্লিতে নিয়ে যেতে চাইছে ইডি? সেই প্রশ্ন তুলে তা আটকাতে দিল্লি হাইকোর্টে আবেদন করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তাঁর হয়ে দুঁদে আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) এই মামলায় সওয়াল করছেন। অন্যদিকে, অনুব্রতকে দিল্লিতে জেরা করার জন্য নিয়ে যেতে সেখানকার রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন করেছিল ইডি। সেই মামলায় মঙ্গলবার শুনানি ছিল। কিন্তু, এদিন সেই শুনানি হয়নি। অনুব্রতর অসুস্থতার কারণে যাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া না হয়, এই মর্মে দিল্লি হাইকোর্টে আবেদন করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। আগামী শুক্রবার দিল্লি হাইকোর্টে এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। যেহেতু হাইকোর্টে এই মামলার শুনানি হতে চলেছে তাই এদিন রাউস অ্যাভিনিউ আদালতের শুনানি স্থগিত রাখা হয়েছে বলে আদালত সূত্রের খবর।

বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে গরু পাচার মামলায় গ্রেফতার করে ইডি। সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থায় জেরা করেছে অনুব্রতকে। এখন আসানসোল সংশোধনাগারে বন্দি অনুব্রত। এই সপ্তাহেই সিবিআইয়ের দুই অফিসার সেখানে গিয়ে আবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেন

ইডি সূত্রে জানা গিয়েছে, গরু পাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা করা হয়েছে কি না তা জানতে চায় ইডি। এখনও পর্যন্ত লটারি রহস্যের সমাধান হয়নিঅনুব্রত ও তাঁর মেয়ের অ্যাকাউন্টে একাধিক লটারির টাকা ঢুকেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে। সেই লটারি তারা কোথা থেকে পেল তা জানতে চাইছে ইডি।

পঞ্চায়েত ভোট ক্রমশ এগিয়ে আসছে। বিজেপির তরফে আগামী কাল থেকে রাজ্যে প্রচার শুরু করছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের জমানায় অনুব্রতর কথাতেই বীরভূমে ভোট হত বলে দাবি বিরোধীদের। তার আগে কি ছাড়া পাবেন অনুব্রত, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

RELATED ARTICLES

Most Popular