Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাNewtown Car Accident: নিউ টাউনে ছাত্রঘাতী গাড়ির খোঁজ মিলল, রেজিস্ট্রি তৃণমূল বিধায়কের...

Newtown Car Accident: নিউ টাউনে ছাত্রঘাতী গাড়ির খোঁজ মিলল, রেজিস্ট্রি তৃণমূল বিধায়কের মিডিয়া সংস্থার নামে

Follow Us :

কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University) ছাত্রের (Student) মৃত্যুর ঘটনায় অবশেষে খোঁজ মিলল ঘাতক গাড়িটির (Car)। সেই সঙ্গে এই দুর্ঘটনায় (Accident) সামনে এল প্রভাবশালী যোগ। বিধাননগরের ডিসি প্রভীন প্রকাশ (Pravin Prakash) জানান, রুবি হাসপাতাল মোড়ে গাড়ির একটি শোরুমে গাড়িটি মেরামত করতে দেন এক ব্যক্তি। তাঁকে ইতিমধ্যে আটক (Detained) করা হয়েছে। পুলিশ জানায়, গাড়িটি সনমার্গ মিডিয়া হাউজের নামে রেজিস্ট্রি করা। প্রসঙ্গত, এই মিডিয়া হাউজের মালিক বিবেক গুপ্তা। তিনি জোড়াসাঁকোর তৃণমূল (TMC) বিধায়ক (MLA)। 
রবিবার, বছরের প্রথম দিনে নিউ টাউন আলিয়া ইউনিভার্সিটির সামনে ওই বিশ্ববিদ্যালয়েরই ভূগোলের এমএ কোর্সের ছাত্র শাকিল আহমেদকে (Shakil Ahmed) ধাক্কা দেয় একটি গাড়ি। শাকিল আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে (Park Circus Campus) পড়তেন। হাসপাতালে নিয়ে গেলে শাকিলকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরই রাত থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ (Agitation) শুরু করেন। মাঝরাত পর্যন্ত বিক্ষোভ চলে। সোমবার সকালেও পড়ুয়ারা বিক্ষোভ দেখান, চলে দফায় দফায় পথ অবরোধ। তাঁদের অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। অবশেষে দীর্ঘ ২২ ঘণ্টা পর রাস্তার সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটির খোঁজ পায় পুলিশ। 

আরও পড়ুন: Bogtui Anubrata: বগটুই-কাণ্ডে অনুব্রতর যোগ, আদালতে হলফনামায় জানাল সিবিআই

ডিসি জানান, পুলিশ গাড়ির চালককে চিহ্নিত করতে পেরেছে। রাতের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হবে। গাড়ির মালিক বিবেকের সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি। আলিয়ার পড়ুয়াদের অভিযোগ, নিউ টাউনে (New Town) ওই বিশ্ববিদ্যালের সামনে প্রায়ই দুর্ঘটনা ঘটে। চার চাকার গাড়িগুলি তীব্র গতিতে যাতায়াত করে। পুলিশের (Police) টহল প্রায় চলেই না। ময়না তদন্তের (Post Mortem) পর শাকিলের মৃতদেহ পরিবারে্র (Family Members) হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনায় ওই তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবিতে এদিন রাতে বিশ্ববাংলা সরণি অবরোধ করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাত পর্যন্ত অবরোধ চলে। এদিন নিউটাউনের ঘটনা নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দুঃখজনক ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত করছে। ছাত্ররা অবাস্তব দাবি করছে। তথ্য প্রমাণ ছাড়া আদালতে গেলে পুলিশকেই অপদস্থ হতে হবে। যে কাউকে ধরে আনলে ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে। কিছুটা সময় দিতে হবে।

RELATED ARTICLES

Most Popular