Placeholder canvas

Placeholder canvas
Homeত্রিপুরা নির্বাচন ২০২৩Tripura Assembly Election 2023 : ত্রিপুরা ভোটে লড়ছেন না মানিক, লড়তে চলেছে...

Tripura Assembly Election 2023 : ত্রিপুরা ভোটে লড়ছেন না মানিক, লড়তে চলেছে সিপিএম

Follow Us :

আগরতলা: ত্রিপুরায় বিধানসভা ভোটে লড়ছেন না মানিক সরকার (Manik Sarkar)। পুরনো সেনাপতিকে যুদ্ধের বাইরে রেখেই ত্রিপুরায় (Tripura)  লড়তে চলেছে সিপিএম (CPM)৷ সোমবার আগরতলায় (Agartala)  সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী ও রাজ্য কমিটির বৈঠকে ছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yehchuri)। সেখানেই মানিককে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷ 

কংগ্রেসের পাশাপাশি আদিবাসী সংগঠন তিপ্রা-মথা-কেও সঙ্গে নিতে চাইছে সিপিএম। প্রদ্যোৎ কিশোর মানিক্যের দল তিপ্রা মথা আলাদা লড়ে  কাদের ভোট কেটে কার সুবিধা করতে চলেছে, শুরু হয়েছে সেই চর্চাও। 

আরও পড়ুন : Netaji Subhash: নেতাজি সুভাষকে ‘আতঙ্কবাদী’ বলে দিলেন গুজরাতের বিজেপি বিধায়ক!  

সিপিএম সূত্রের খবর,  মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট৷ ধনপুর কেন্দ্রে মানিকের বদলে সেখানকার লোকাল কমিটির সম্পাদকের নাম ঘোষণা করতে চলেছে দল। দলের পলিটব্যুরো সদস্য ও বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার (Manik Sarkar)  নির্বাচনী রাজনীতি থেকে সরে দাড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন এবং দল তা মেনেও নিয়েছে৷

এদিনের বৈঠকের পর জানা গিয়েছে,  কংগ্রেসের (Congress)  সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে বামফ্রন্টের পুরনো শরিকদের ভাগে হাত দেওয়া হবে না। সিপিআই,  ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি আগের মতোই একটি করে আসনে লড়বে। কংগ্রেসের জন্য আসন ছাড়া হবে সিপিএমের ভাগ থেকেই। আগরতলায় (Agartala)  মঙ্গলবার বামফ্রন্ট নাম চূড়ান্ত করে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে৷ 

রাজ্যের ৬০ আসনের বিধানসভায় কংগ্রেসের জন্য ১০টি আসন তারা ছেড়েছে‌৷ সব ঠিক থাকলে  বুধবার তাদের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে কংগ্রেস সূত্রের খবর। 
মানিক সরকার সরে দাঁড়ানোয় এবার নির্বাচনী ময়দানেও সামনে থাকতে হবে সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক ও প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরীকে (Jitendra Choudhury)। অসংরক্ষিত সাব্রুম আসন থেকে লড়বেন তিনি৷ সিপিএমের আর এক বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীরও (Badal Choudhury) এবার স্বাস্থ্যের কারণে ভোট থেকে অব্যাহতি নেওয়ার কথা।

RELATED ARTICLES

Most Popular