Placeholder canvas

Placeholder canvas
HomeদেশBBC Documentary: সুপ্রিম কোর্ট এখন ভারত-বিরোধী যন্ত্র! বিস্ফোরক অভিযোগ আরএসএস-পন্থী পত্রিকার 

BBC Documentary: সুপ্রিম কোর্ট এখন ভারত-বিরোধী যন্ত্র! বিস্ফোরক অভিযোগ আরএসএস-পন্থী পত্রিকার 

Follow Us :

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টকে (Supreme Court) যন্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত-বিরোধী শক্তি, এই বিস্ফোরক দাবি করল আরএসএস-পন্থী (RSS) সাপ্তাহিক পত্রিকা পাঞ্চজন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র (BBC) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে করা তথ্যচিত্র নিয়ে দেশজুড়ে তুলকালাম পড়ে গিয়েছে। কেন্দ্রের তরফে এই তথ্যচিত্রের প্রদর্শন নিষিদ্ধ করা হয়। এরপরেও একাধিক বিজেপি-বিরোধী দল বিভিন্ন লিঙ্কের মাধ্যমে ওই ছবির স্ক্রিনিং করায়। সেই সমস্ত লিঙ্ক মুছে ফেলতে একাধিক আবেদন করা হয়েছিল। তা নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠায় শীর্ষ আদালত। এতেই চটেছে পাঞ্চজন্য। 

সঙ্ঘ প্রভাবিত সাপ্তাহিক পত্রিকায় সম্পাদক হিতেশ শঙ্করের এই সম্পাদকীয় প্রকাশের পরের দিনই বিবিসির দিল্লি (Delhi) এবং মুম্বইয়ের (Mumbai) কার্যালয়ে আয়কর দফতর হানা দেয়। হিন্দি ভাষায় প্রকাশিত ওই লেখায় বলা হয়, সুপ্রিম কোর্টের সৃষ্টি এবং সুরক্ষা দেশের স্বার্থকে নিরাপত্তা দেওয়ার জন্য। বিবিসি-র ওই তথ্যচিত্র অসত্য ও কাল্পনিক এবং তা ভারতকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে বানানো বলে অভিযোগ করেছে পাঞ্চজন্য।  

আরও পড়ুন: West Bengal Budget 2023: স্বাস্থ্য, পরিবার কল্যাণে বরাদ্দ ১৮,২৬৪.৬২ কোটি, ব্যপক উন্নতির দাবি চন্দ্রিমার 

আরএসএস-এর ভাবাদর্শে অনুপ্রাণিত পত্রিকাটিতে লেখা হয়েছে, সুপ্রিম কোর্ট ভারতের অন্তর্গত যা ভারতীয়দের প্রদত্ত করের দ্বারা পরিচালিত হয়। এর কাজ হল ভারতের জন্য প্রণীত আইন ও আইন অনুযায়ী কাজ করা। আমরা দেশের স্বার্থে সুপ্রিম কোর্ট (Supreme Court) তৈরি করেছি এবং এটিকে বজায় রেখেছি। কিন্তু ভারত বিরোধীদের পথ পরিষ্কার করার প্রচেষ্টায় এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

বিবিসির উদাহরণ ছাড়াও অন্যান্য প্রসঙ্গের উত্থাপন করেছে পাঞ্চজন্য। মানবাধিকারের নামে সন্ত্রাসবাদীদের সুরক্ষা প্রদান এবং পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ভারতের উন্নয়নে প্রতিবন্ধকতা নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে পত্রিকাটি। এমন কথাও লেখা হয়েছে, এবার দেখা যাবে, দেশবিরোধী উপাদানগুলি তাদের এজেন্ডা পরিবেশন করার জন্য ভারতের গণতন্ত্র, উদারতাবাদ এবং সভ্যতার মানদণ্ড ব্যবহার করছে…। এমন হতে পারে ধর্মান্তকরণের মাধ্যমে দেশকে দুর্বল করার অধিকার আসবে। 

RELATED ARTICLES

Most Popular