Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকUS – TikTok: টিকটকের উপর ‘ফেডেরাল ব্যান’? চলতি সপ্তাহেই আমেরিকায় জারি হচ্ছে...

US – TikTok: টিকটকের উপর ‘ফেডেরাল ব্যান’? চলতি সপ্তাহেই আমেরিকায় জারি হচ্ছে আইন!

Follow Us :

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্র (USA) অবশেষে দেশজুড়ে চাইনিজ ভিডিয়ো-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের (Chineses Video Sharing Platform Tiktok) উপর যুক্তরাষ্ট্রীয় নিষেধাজ্ঞা (Federal Ban) জারি করতে চলেছে। প্রকাশিত রিপোর্ট বলছে, চলতি সপ্তাহেই ফেডেরাল ব্যান লাগু হবে আমেরিকায়। খবরে প্রকাশ, মার্কিন কর্তৃপক্ষ (US Authority) ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, গোটা দেশে নাগরিকদের উদ্দেশে সরকারিভাবে ঘোষণা (Official Announcement) হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এখানে উল্লেখ্য, সেদেশের বেশ কয়েকটি স্টেটে টিকটকের উপর ছোটখাটো নিষেধাজ্ঞা জারি রয়েছে। মার্কিন মুলুকে ৩০টিরও বেশি স্টেটের আধিকারিক এবং সিনেটরদের ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এমনকি, সংশ্লিষ্ট স্টেট গভর্নমেন্ট (State Governments) অধীনস্থ এবং মালিকানাধীন ডিভাইস ও নেটওয়ার্কে (Device and Networks) টিকটক অ্যাপ ব্যবহার নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। আমেরিকায় বেশ কিছু ইউনিভার্সিটিতেও এই চীনা অ্যাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।   

রবিবার (স্থানীয় সময় অনুযায়ী) মার্কিন সিনেটর (Senator) মার্ক ওয়ার্নার (Mark Warner) ঘোষণা করেছেন, তিনি এসপ্তাহে বাইপার্টিসান আইন (Bipartisan Legislation) আনতে চলেছেন। এই আইন বলবৎ হলে, দেশের সরকার চীনের টিকটক অ্যাপের মতো বিদেশি প্রযুক্তিগত (Foreign Technology) পণ্যের ‘নিষেধাজ্ঞা কিংবা প্রতিবন্ধকতা (Ban or Restrict)’ জারি করতে পারবে। 

আরও পড়ুন: United Nation: সামুদ্রিক জীবন রক্ষায় রাষ্ট্রপুঞ্জের বিশেষ চুক্তি 

টিকটক নিষেধাজ্ঞা?

টিকটক ব্যবহারের উপর যুক্তরাষ্ট্রীয় নিষেধাজ্ঞা শুধুমাত্র সরকারি আধিকারিক (Government Officials) কিংবা আইনপ্রণেতাদের (Lawmakers) জন্য নয়, সাধারণ নাগরিকদের (US Civilians) ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে। দেশের নিরাপত্তার স্বার্থে এই বাইপার্টিসান লেজিলেশন আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মার্ক ওয়ার্নারের বক্তব্য, বিদেশি প্রযুক্তি দেশে ছেয়ে যাচ্ছে। এতে রাশ টানার জন্য একটা আইন থাকা দরকার। এই আইন সেই লাগাম হিসেবে কাজ করবে। তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে চীনের মতো এত শক্তিশালী প্রতিপক্ষের সম্মুখীন হয়নি। তাই কোনও বিদেশি প্রযুক্তি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠলে এই প্রস্তাবিত আইন প্রয়োগ করে তাকে নিষ্ক্রিয় করা হবে বা দেশে নিষিদ্ধ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের টেক সংস্থা বাইটডান্সের (ByteDance) মালিকানাধীন টিকটক আমেরিকান নাগরিকদের ডেটা চুরি করে, তা চীন সরকারের হাতে তুলে দিচ্ছে। এমনও অভিযোগ রয়েছে টিকটক ৫০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বৌদ্ধিক সম্পত্তি (Intellectual Property) চুরি করে নিয়েছে। 

উল্লেখ্য, গত সপ্তাহে হোয়াইট হাউস (White House) দেশের সরকারি সংস্থাগুলিতে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। তার মধ্যে টিকটক অ্যাপ পুরোপুরি মুছে ফেলতে হবে সমস্ত সরকারি যন্ত্র ও নেটওয়ার্ক (Public Device and Network) থেকে। কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের (Canada and European Union) অন্তর্গত দেশগুলিও রাষ্ট্রায়াত্ত ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে। 

RELATED ARTICLES

Most Popular