Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাChingrighata Flyover | চিংড়িঘাটা-সুকান্ত নগর উড়ালপুলের রাস্তায় ধস, আতঙ্ক

Chingrighata Flyover | চিংড়িঘাটা-সুকান্ত নগর উড়ালপুলের রাস্তায় ধস, আতঙ্ক

Follow Us :

কলকাতা: উড়ালপুলে (Flyover) গর্ত (Hole)। যে ঘটনায় আতঙ্ক ছড়াল। কলকাতার চিংড়িঘাটায় (Chingrighata) সেক্টর ফাইভগামী (Sector V) ওই উড়ালপুলের শেষ অংশে বৃহস্পতিবার একাধিক গর্ত দেখতে পান গাড়ির চালকরা (Drivers)। তাতেই চাঞ্চল্য তৈরি হয়। তবে গাড়ি চলাচল বন্ধ হয়নি। ধীর গতিতে গাড়ি চলাচল করতে থাকে। ঘটনাস্থলে বিধাননগর পুলিশ কমিশনারেটের (Bidhannagar Police Commissionarate) কর্তারা। মনে করা হচ্ছে এয়ারপোর্ট-গড়িয়া মেট্রোর (Airport Garia Metro Work) কাজের জন্য ওই বিপত্তি। 

জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে নিক্কো পার্ক-সেক্টর ফাইভ যাওয়ার যে একমুখী উড়ালপুল রয়েছে তার শেষ প্রান্তে রাস্তার বেশ কিছু অংশে ধস নেমেছে। যার ফলে আতঙ্কে যানবাহন চালকেরা। তাঁদের প্রাথমিক অনুমান, গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর জন্য একটি পিলার বসানো হয়েছে। যার ফলে সেখানে এই ধসের সৃষ্টি হয়েছে। অবিলম্বে কেএমডিএ বা রেল বিকাশ নিগম এই ধস সরানোর ব্যাবস্থা করুক। কারণ সময়ের সঙ্গে ধসের জায়গাটি ছোট থেকে বড়ো হবে। ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই শীঘ্রই সারানোর ব্যাবস্থা করুক দাবি পথ চলতি যানবাহন চালকদের।
উল্লেখ্য, ওই উড়ালপুলটি খুব গুরুত্বপূর্ণ। ওই উড়ালপুলের জন্য চিংড়িঘাটা মোড়ে যানজট নিয়ন্ত্রণে থাকে। এমনিতেই ওই এলাকাটি দুর্ঘটনা প্রবণ। চিংড়িঘাটায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকে। এর আগেও পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে একটি ওভারব্রিজ হওয়ার কথা রয়েছে দীর্ঘদিন ধরে। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। 

আরও পড়ুন: Afganistan | UN | তালিবানের শাসনে চরম দারিদ্রতায় ভুগছে আফগানিস্তান 

সম্প্রতি চিংড়িঘাটায় দিনে দুপুরে বেপরোয়া গাড়ি ধাক্কা মারে একের পর এক গাড়িকে। পুলিশ গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশকেও ধাক্কা মারার চেষ্টা হয়। ওই গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। জখম হন আট জন। আহতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও ছিলেন। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। গাড়ির ভিতরে দুজন ছিলেন। ঘটনায় তাঁরা গুরুতর জখম হন। সিভিক ভলান্টিয়ার সহ আহত দুজনকে শুশ্রুষার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় চার জনকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিত্তরঞ্জন হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালে যাঁদেরকে নিয়ে যাওয়া হয় তাঁদের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। সেখানে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 

 

RELATED ARTICLES

Most Popular