Placeholder canvas

Placeholder canvas
HomeদেশStock Market News | সপ্তাহের প্রথম দিন সামান্য উত্থান শেয়ার বাজারে

Stock Market News | সপ্তাহের প্রথম দিন সামান্য উত্থান শেয়ার বাজারে

Follow Us :

মুম্বই: সপ্তাহের প্রথম দিন বাজার বৃদ্ধির পথে (Share Market)। এদিন সামান্য উত্থানে খুশির হাওয়া দালাল স্ট্রিটে (Dalal Street)। সপ্তাহের তৃতীয় দিনে সামান্য উত্থান মুখ দেখল শেয়ার বাজার এদিন সেনসেক্সের উত্থান হয়েছে ২৩৪ পয়েন্ট। বা ০.৩৮ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬১,৯৬৩.৬৮ পয়েন্টে। 

এদিন নিফটি-র অগ্রগতি ১১১ পয়েন্ট বা ০.৬১ শতাংশ, দিনের শেষে নিফটি হয়েছে ১৮,৩১৪.৪০ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ৩৪টিতে অগ্রগতি হয়েছে। পিছিয়েছে ১৬টি কোম্পানি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৯৭৫টি বৃদ্ধির মুখ দেখেছে। পাশাপাশি ৯৮৯ টি কোম্পানির শেয়ার দর কমেছে। আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস, ডিভি’স ল্যাব, অ্যাপোলো হসপিটলস প্রভৃতি কোম্পানি ভালো ফল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পিছু হটেছে নেসলে ইন্ডিয়া, হিরো মোটোকর্পস, এইচার মোটোরস, অ্যাক্সিস ব্যাঙ্ক প্রভৃতি কোম্পানির শেয়ার দর।

আরও পড়ুন: Weekly Report of Vice Chancellor | সাপ্তাহিক রিপোর্ট চেয়ে উপাচার্যদের ফের চিঠি রাজ্যপালের

চলতি বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে আদানিদের বিরুদ্ধে ব্যাপক শেয়ার জালিয়াতি, কারচুপি, ভুয়ো কোম্পানি গড়া, বিরাট অঙ্কের ঋণের অভিযোগ ওঠে। মাত্র এক মাসে আদানিদের মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা। লগ্নিকারীদের আস্থা ফিরে পেতে আদানিরা নানা ব্যবস্থা নেওয়ার কথা বললেও পতন ঠেকানো যাচ্ছে না।

RELATED ARTICLES

Most Popular