Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনবিষ্ণু বর্ধনের অ্যাকশন ফিল্মে সলমনের নায়িকা কে?

বিষ্ণু বর্ধনের অ্যাকশন ফিল্মে সলমনের নায়িকা কে?

ডিসেম্বরে শুরু হবে সলমনের অ্যাকশন ফিল্মের শ্যুটিং

Follow Us :

মুম্বই : দীর্ঘ ২৫ বছর পর করণ জোহরের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন সলমন খান।ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন শেরশাহ খ্যাত পরিচালক বিষ্ণু বর্ধন। জমজমাট এই অ্যাকশন ফিল্মে একজন প্যারামিলিটারি অফিসারের চরিত্রে রয়েছেন ভাইজান।ছবিতে সলমনের নায়িকা কে হবেন সেই নিয়ে বলিপাড়ায় রয়েছে রীতিমতো জল্পনা।শোনা যাচ্ছে,ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা রুথ প্রভু।কিন্তু আলোচনায় উঠে আসছে আরও দুই দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান ও অনুষ্কা শেট্টির নামও।কলাকুশলীরা জানাচ্ছেন ডিসেম্বরেই ছবির শ্যুটিং শুরু করে দেবেন সলমন খান।অক্টোবরের প্রথম সপ্তাহেই ঠিক হয়ে যাবে ছবির ফাইনাল কাস্টিং।তখনই জানা যাবে বিষ্ণু বর্ধনের পরিচালনায় ভাইজানের নায়িকার চরিত্রে কোন অভিনেত্রী জায়গা করে নিলেন।

কুছ কুছ হোতা হ্যায় ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করে নিয়ে ছিলেন সল্লুমিঞা।তারপর থেকেই কেজোর সঙ্গে ভাইজানের দারুণ বন্ধুত্ব। যদিও এরপর সলমনকে করণের কোনও ছবিতেই দেখা যায়নি।অবশেষে কুছ কুছ হোতা হ্যায় মুক্তির ২৫বছর পর বলিউডের চুলবুল পাণ্ডেকে নিয়ে ছবি করতে চলেছেন ধর্মার কর্ণধার।শোনা যাচ্ছে,বিষ্ণু বর্ধনের পরিচালিত এই নতুন ছবির গল্প একটি মারকাটারি অ্যাকশন এন্টারটেইমেন্ট জঁরের।যে ছবিতে নায়িকার ভূমিকায় সিটাডেল অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অভিনয় করার সম্ভাবনা প্রবল।এমনকি দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান ও বাহুবলী নায়িকা অনুষ্কা শেট্টিও ছবিতে সলমন খানের নায়িকা হিসেবে জায়গা করে নিতে পারেন।আরও গুঞ্জন শোনা যাচ্ছে,অক্টোবরের মধ্যেই ছবির কাস্টিং নিয়ে ফাইনাল ডিসিশন নিতে পারেন করণ জোহর।বর্তমানে নতুন তামিল ছবির শ্যুটিংয়ে বেজায় ব্যস্ত ছবির পরিচালক বিষ্ণু বর্ধন।শ্যুটিং পর্ব মিটলেই সলমনের নতুন ছবির কাস্টিং নিয়ে পর্যালোচনা করবেন তিনি এবং প্রযোজক করণ।তারপরই নায়িকার নাম ঘোষণা হতে পারে।শ্যুটিং শুরু করতে আর দেরি করতে চাইছেন না সলমন খান।নভেম্বরে টাইগার ৩ মুক্তি পাওয়ার পরই শুরু হয়ে যাবে শ্যুটিংয়ের তোড়জোড়। ডিসেম্বরের শুরুতেই ফ্লোরে আসবে সলমন নতুন অ্যাকশন এন্টারটেইনার ফিল্ম।

RELATED ARTICLES

Most Popular