Placeholder canvas

Placeholder canvas
HomeScrollযোগেশচন্দ্র ল কলেজে অধ্যক্ষের চাকরি বহাল ডিভিশন বেঞ্চে

যোগেশচন্দ্র ল কলেজে অধ্যক্ষের চাকরি বহাল ডিভিশন বেঞ্চে

একক বেঞ্চের নির্দেশ খারিজ, বৃহস্পতিবার দায়িত্ব হস্তান্তর

Follow Us :

কলকাতা: যোগেশচন্দ্র আইন কলেজের অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে চাকরি ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) সুনন্দাকে বরখাস্তের নির্দেশ দেন। তিনি কলেজে স্পেশ্যাল অফিসার নিয়োগ করেন। তাঁর আরও নির্দেশ ছিল, অধ্যক্ষা এবং আর এক অধ্যাপিকা অচিনা কুণ্ডু কলেজ চত্বরে ঢুকতে পারবেন না। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান সুনন্দা। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেয়।

তবে আদালত জানিয়েছে, অধ্যক্ষ অপসারণের মূল মামলার মেরিট অনুযায়ী শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই।

আরও পড়ুন: পুর নিয়োগ তদন্তে একযোগে একাধিক চালকলে হানা ইডির

এদিন বেঞ্চের নির্দেশ, কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অক্টোবর মাসের বেতন মিটিয়ে দিতে হবে। আদালত নিযুক্ত স্পেশ্যাল অফিসারকে আগামিকাল সকাল নটায় অধ্যক্ষের অফিসের তালা খুলে দিতে হবে। সংশ্লিষ্ট টিচার ইন চার্জকে স্পেশ্যাল অফিসারের উপস্থিতিতে অধ্যক্ষকে সব দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ওই স্পেশ্যাল অফিসারকে শুক্রবার হলফনামার মাধ্যমে জানাতে হবে, আদালতের নির্দেশ ঠিকমতো পালন হল কি না। আদালত আরও বলেছে, এথন আর স্পেশ্যাল অফিসারের আর কোনও প্রয়োজন নেই।

আদালত বলেছে, শুধুমাত্র টেলিফোনে কথা বলে অধ্যক্ষকে অপসারণের সিদ্ধান্ত ঠিক নয়। কলেজ সার্ভিস কমিশনের সুপারিশ মেনেই ২০১৫ সালেই ওই অধ্যক্ষকে নিয়োগ করা হয়েছে। কলেজে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি না হয়, সে বিষয়টি দেখতে হবে চারু মার্কেট থানাকে।

কলেজের এক প্রাক্তন ছাত্রের অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হয়। আবেদনকারীর অভিযোগ, উপযুক্ত যোগ্যতা ছাড়াই সুনন্দাকে অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে। কমিশন জানায়, সুনন্দার সব যোগ্যতাই রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি সিবিআই তদন্তেরও হুমকি দেন।

দেখুন আরও অন্য়ান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular