Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত ফাটানো যাবে বাজি, নির্দেশ বম্বে হাইকোর্টের

সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত ফাটানো যাবে বাজি, নির্দেশ বম্বে হাইকোর্টের

Follow Us :

মুম্বই: দিওয়ালি পর্যন্ত মুম্বইয়ে সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত বাজি ফাটানো যাবে। সোমবার স্বতঃপ্রণোদিত মামলায় নির্দেশ জারি করল বম্বে হাইকোর্ট। বেড়ে চলা দূষণ এবং শ্বাসকষ্টে মৃত্যুর সংবাদের পরিপ্রেক্ষিতে আদালত এদিন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ২৩টি দূষণ পরিমাপক কেন্দ্র সেখানে রয়েছে। তার মধ্যে ১২টি কেন্দ্রর দূষণ সূচক অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে। এই তথ্যকেও গুরুত্ব দিয়েছে আদালত। বলা হয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে নির্মাণ সামগ্রী পরিবহন ব্যবস্থাতে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

এদিকে রাজধানী দিল্লিতে (New Delhi) ‘বিপজ্জনক’ বায়ুদূষণের (Air Pollution) কারণে ফের ফিরতে চলেছে জোড়-বিজোড় (Odd-Even) নম্বর প্লেটের গাড়ি চলাচলের বিধি। সোমবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, বায়ুদূষণের কথা চিন্তা করে আগামী ১৩-২০ নভেম্বর দিল্লিতে এক সপ্তাহের জন্য জোড়-বিজোড় নম্বর প্লেটের গাড়ি চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal) এদিনই দূষণ নিয়ন্ত্রণে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকের পরেই পরিবেশমন্ত্রী দিওয়ালির পর থেকে যান চলাচল বিধির কথা ঘোষণা করেন।

RELATED ARTICLES

Most Popular