Placeholder canvas

Placeholder canvas
HomeScrollচেলসিকে পাঁচ গোলের মালা পরিয়ে শীর্ষে আর্সেনাল
Premier League

চেলসিকে পাঁচ গোলের মালা পরিয়ে শীর্ষে আর্সেনাল

খেতাবি দৌড়ে সবথেকে এগিয়ে ম্যান সিটি

Follow Us :

লন্ডন: চেলসির (Chelsea FC) সমর্থকরা মনে করে, তাদের ক্লাব হল লন্ডন (London) শহরের গর্ব। স্ট্যামফোর্ড ব্রিজ (Stamford Bridge) স্টেডিয়ামেও বহু জায়গায় লেখা রয়েছে ‘প্রাইড অফ লন্ডন’। সেই গর্ব ধূলিসাৎ করল লন্ডনের উত্তরাংশের ক্লাব আর্সেনাল (Arsenal)। চেলসিকে পাঁচ গোলের মালা পরাল তারা। সহজ কথায় বলতে গেলে এদিন প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে মিকেল আর্তেতার (Mikel Arteta) ছেলেরা।

আর্সেনালের হয়ে চার মিনিটের মাথায় গোল করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। প্রথমার্ধে আরও বহু সুযোগ তৈরি করতে পারলেও আর গোল হয়নি। কাই হ্যাভার্টজ একাই অন্তত দুটো সুযোগ নষ্ট করেছেন। বিরতিতে ফিনিশিং নিয়েই হয়তো পেপ টক দিয়েছিলেন আর্তেতা যার সুবাদে দ্বিতীয়ার্ধে এল চার গোল। দুটো করে করলেন কাই হ্যাভার্টজ এবং বেন হোয়াইট।

আরও পড়ুন: কলিঙ্গতে হার, কলকাতায় জিততেই হবে মোহনবাগানকে

 

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল (Liverpool FC) এবং ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। আজ এভার্টনের মাঠে মার্সি-সাইড ডার্বি খেলতে নামবে লিভারপুল। জিতলে আর্সেনালের সমান পয়েন্ট হলেও গোলপার্থক্যে তারা অনেক পিছিয়ে। কাজেই দুই নম্বরেই থাকতে হবে জুর্গেন ক্লপের (Jurgen Klopp) দলকে।

খেতাবি দৌড়ে সবথেকে এগিয়ে ম্যান সিটি। পয়েন্ট ৭৩ হলেও দুই ম্যাচ কম খেলে রয়েছে তারা। আজ ব্রাইটনের বিরুদ্ধে খেলবে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল। বিরাট কোনও অঘটন না হলে জেতার কথা সিটির। এদিকে আজ শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। এরিক টেন হাগের (Erik Ten Hag) দলের লক্ষ্য অন্ততপক্ষে ছয় নম্বর পোজিশনে শেষ করে পরের মরসুমে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করা।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular