Placeholder canvas

Placeholder canvas
HomeScroll২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নে ভুল, বিশেযজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
Calcutta High Court

২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নে ভুল, বিশেযজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে নাম চূড়ান্ত করতে বলল আদালত

Follow Us :

কলকাতা:  ২০১৭ সালের টেট পরীক্ষার ভুল প্রশ্নপত্র (2017 TET Question Paper Wrong) খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) নির্দেশ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) উপাচার্য একটি কমিটি গড়ে দেবেন। কমিটিতে কারা কারা থাকবেন, তা উপাচার্যই ঠিক করবেন। ওই প্রশ্নপত্র আদৌ ভুল ছিল কি না, তা যাচাই করে দেখবে ওই কমিটি।

 প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ২০১৭ সালের টেট পরীক্ষায় ২১টি প্রশ্নে ভুল ছিল বলে আদালতে আবেদন করেছিলেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল, প্রশ্ন ভুল থাকলে সবাইকে ওই ২১টি প্রশ্নের প্রাপ্য নম্বর দিতে হবে। মামলাকারীদের সেই বক্তব্যের ভিত্তিতেই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ওই কমিটি গঠনের নির্দেশ দেন।

আরও পড়ুন: পঞ্চায়েতের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগ

 বুধবার আদালত জানিয়ে দেয়,  উপাচার্য তাঁর পছন্দমতো বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়বেন। সেই কমিটি সব প্রশ্ন খতিয়ে দেখে  আগে সঠিক উত্তরগুলি চিহ্নিত করবে। এরপর পরীক্ষার্থীদের উত্তরও খতিয়ে দেখা হবে। তার ভিত্তিতে পরীক্ষার্থীদের কোন কোন উত্তর বেছে নেওয়া হবে, সেটা নির্ধারণ করবেন এই কমিটির বিশেষজ্ঞরা। এক মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করে কমিটিকে মতামত জানাতে হবে। ১১ জুন পরবর্তী শুনানি। সেদিন আদালত সেই রিপোর্ট দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular