কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে যাতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তার জন্য আবেদন আইনজীবীর। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি এই আবেদন করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগননমের কাছে। তিনি আবেদনপত্রে লিখেছেন, উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ২২ এপ্রিল এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার রায় নিয়ে যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী তার ভিত্তিতে এই আবেদন। কৌস্তভের দাবি, ওই মন্তব্য করা হয়েছে বিচার ব্যবস্থার বিরুদ্ধে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার রায়কে বেআইনি বলেন মুখ্যমন্ত্র্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তিনি জানিয়ে দেন, এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে। রায়গঞ্জের চাকুলিয়ায় সোমবার নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী রায়ের তীব্র সমালোচনা করে বলেন, বিচারালয়ে বিজেপির লোক ভরে গিয়েছে। বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দিচ্ছে, রায়ে তাই লেখা হচ্ছে।
আরও পড়ুন: পঞ্চায়েতের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগ
এদিনই সকালে এসএসির নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। সঙ্গে আদালত জানায়, বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের ৪ সপ্তাহের মধ্যে বেতনের অর্থ ১২ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে। এ নিয়ে মমতা বলেন, আমরা চাকরিহারাদের পাশে আছি। আমরাও লড়ে যাব। যাঁদের কথা বলা হয়েছে, চাকরি বাতিল হল, তাঁরা চিন্তা করবেন না। হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। যত দূর লড়াই করার, আমরা করব।
এদিন বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী। নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে বলেন, দেখলেন না, একজন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেলেন। এটা তাঁর অর্ডার ছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ সরিয়ে দিয়ে এই মামলায় নতুন ডিভিশন বেঞ্চ তৈরি করে। কিন্তু কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ করবেন? বিচারের বাণী নীরবে, নিভৃতে কাঁদে। তিনি আরও বলেন, আমি বিচারপতিদের সমালোচনা করছি না। আমি রায়ের সমালোচনা করছি। রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি।
আরও খবর দেখুন