Placeholder canvas

Placeholder canvas
HomeScrollজন্মদিনে ফুটবল খেললেন ক্রিকেটের ঈশ্বর
Sachin Tendulkar

জন্মদিনে ফুটবল খেললেন ক্রিকেটের ঈশ্বর

আশ্রয়হীন শিশুকন্যাদের জন্য কাজ করে শচীনের স্বেচ্ছাসেবী সংগঠন শচীন তেন্ডুলকর ফাউন্ডেশন

Follow Us :

মুম্বই: আজ, বুধবার ৫১ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ব্যাট হাতে সারা বিশ্বকে আনন্দ দিয়েছেন তিনি। জন্মদিনে একগুচ্ছ বাচ্চা মেয়েদের সঙ্গে ফুটবল খেললেন, তাঁদের সঙ্গে খাওয়া দাওয়া করলেন।

দরিদ্র আশ্রয়হীন শিশুকন্যাদের জন্য কাজ করে শচীনের স্বেচ্ছাসেবী সংগঠন শচীন তেন্ডুলকর ফাউন্ডেশন (STF)। আজ সেই সংগঠনের হয়েই মুম্বই শহরে বাচ্চা মেয়েদের সঙ্গে দারুণ সময় কাটালেন মাস্টার ব্লাস্টার (Master Blaster)। তাঁর এক্স হ্যান্ডলে প্রকাশিত এক ভিডিওয় দেখা গেল শচীন বলছেন, আজ আমি এক টিমের প্রতিনিধি হয়ে এসেছি, যে দলের অধিনায়ক ওই ওপাশে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুন: স্টয়নিসের অতিমানবিক ইনিংসে মুগ্ধ বিশ্বসেরাও!  

 

ক্যামেরা সেদিকে নিয়ে যেতেই শচীনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে (Anjali Tendulkar) দেখা গেল। শচীনের কথায় হাততালি পড়ল জোর। এরপর ফুটবল খেললেন তিনি। তারপর খাওয়া দাওয়া করলেন এবং সবশেষে কাটলেন জন্মদিনের কেক। বাচ্চারা একসঙ্গে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাল। শচীন সবাইকে ধন্যবাদ জানালেন, শুভেচ্ছা জানালেন এবং বলে গেলেন, এই দিনটা তাঁর জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শচীনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং, সুরেশ রায়না, গৌতম গম্ভীর, জয় শাহ সহ একাধিক ব্যক্তি। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীনের। সে সময় তাঁর বয়স ১৬। আজ পর্যন্ত সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ তাঁরই। ২৪ বছরের ক্রিকেট কেরিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান, সবথেকে বেশি শতরানের রেকর্ড তাঁরই দখলে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular