HomeScrollকালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেনসিক রিপোর্ট আদালতে
Calcutta High Court

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেনসিক রিপোর্ট আদালতে

Follow Us :

কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের ফরেনসিক রিপোর্ট আদালতে পেশ করল ইডি। অন্যদিকে লিপস অ্যান্ড বাউন্সের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার খবরও পেশ হয়েছে। কিন্তু বাজেয়াপ্তকরণের তালিকা বড়ই সংক্ষিপ্ত বলে মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা। ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি।

ইডির রিপোর্টে বলা হয়েছে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ফরেনসিক রিপোর্টের সঙ্গে মিলে গিয়েছে। একইসঙ্গে লিপস এন্ড বাউন্সের ১৩৪.৯ কোটি টাকা ইডি এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করেছে। ওই সংস্থার ১০টি সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে বলে বুধবার কলকাতা হাইকোর্টকে জানায় ইডি ও সিবিআই।

আরও পড়ুন: শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ, বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা

আদালতের মন্তব্য, বাজেয়াপ্ত অর্থ ও সম্পত্তির পরিমাণ যৎসামান্য। কোথা থেকে ওই সংস্থা এত বিপুল অর্থ পেল, সেই উৎস কি জানতে পারা গিয়েছে কিনা, প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। এর প্রেক্ষিতে ইডি আদালতকে জানায়, ২০১৪ সালের পর থেকে ওই সংস্থার যত সম্পত্তি হয়েছে, সেগুলির উপর নজরদারি ও প্রয়োজনে তল্লাশি চলছে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular