নয়াদিল্লি: সংবাদমাধ্যমে অন্যতম গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ রিপোর্টিং। ঘটনাস্থল থেকে টিভি চ্যানেলকে যত দ্রুত সম্ভব ‘লাইভ’ খবর সরবরাহ করাই রিপোর্টারদের আসল লক্ষ্য। এই কাজ করতে গিয়ে ছোটখাট ভুলত্রুটি হয়ে যায় অনেক ক্ষেত্রেই। তা নিয়ে মিম হয়, ট্রোলিংও চলে। সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে এসবের সঙ্গে অভ্যস্ত সবাই। কিন্তু অন এয়ার কু-শব্দ বলে ফেলা একেবারেই অমার্জনীয় অপরাধ। সেই অপরাধই করে ফেললেন এক সর্বভারতীয় ইংরেজি টিভি চ্যানেলের রিপোর্টার।
আরও পড়ুন: শুধুমাত্র ভারতীয়দের পায়ের মাপ নিতে আসছে ‘ভ’
সুপ্রিম কোর্টে (Supreme Court) বেশ কিছুদিন ধরেই বাবা রামদেবের (Baba Ramdev) পতঞ্জলি সংস্থার (Patanjali) বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে মামলা চলছে। এই মামলায় নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন যোগগুরু। যাইহোক, মঙ্গলবার (২৩ এপ্রিল) শীর্ষ আদালতে এই মামলার অগ্রগতি সম্পর্কে চ্যানেলকে অন এয়ার সংবাদ জানাচ্ছিলেন ওই রিপোর্টার। তা করতে গিয়ে একটি শব্দ নিয়ে সমস্যায় পড়ে যান। প্রথমে তিনি ভুল বলেন, তারপর তা শুধরে নেন, কিন্তু বিরক্তিতে নোংরা শব্দ বলে বসেন।
চ্যানেলের সঞ্চালিকা অবশ্য সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এই বিষয়ে আমরা পরে আসব, আপাতত রিপোর্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তা সত্ত্বেও রিপোর্টারের গালি দেওয়ার ভিডিও সোশ্যাল ভাইরাল হয়ে গিয়েছে। তা নিয়ে নানাবিধ প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি যেমন বললেন, আশাকরি এঁর চাকরি যাবে না। মানুষ মাত্রই ভুল হয়, উনি বড় রিপোর্টার। এই ঘটনার পর ওই টিভি চ্যানেলের তরফে বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া হয়েছে।