Placeholder canvas

Placeholder canvas
Homeদেশভ্যাকসিনই করোনার বিরুদ্ধে একমাত্র রক্ষাকবচ, জানাল কেন্দ্র

ভ্যাকসিনই করোনার বিরুদ্ধে একমাত্র রক্ষাকবচ, জানাল কেন্দ্র

Follow Us :

নয়াদিল্লি : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রায় ৯৬.৬% মৃত্যু রোধ করতে সক্ষম। আর দ্বিতীয় ডোজ প্রায় ৯৭.৫% মৃত্যু রোধ করতে পারে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে এমনটাই জানানো হল। চলতি বছরে এপ্রিল থেকে অগস্ট মাস পর্যন্ত করা একটি সমীক্ষা থেকেই মিলেছে এই তথ্য। সমীক্ষায় দেখা গেছে, এপ্রিল থেকে অগস্ট মাস পর্যন্ত করোনায় যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষের টিকাকরণ হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভিকে পাল জানান, করোনার বিরুদ্ধে সব থেকে বেশি কর্যকর হল এই টিকাকরণ। তিনি বলেন, “টিকা এখন পাওয়া যাচ্ছে। আমরা মানুষকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথম ডোজের পরেই দ্বিতীয় ডোজও পেয়ে যাবেন সকলে। টিকাকরণ সম্পূর্ণ হলে কোভিডের কারণে মৃত্যু ঘটবে না”, জানালেন ভিকে পাল।

আরও পড়ুন : করোনাকালে রক্তদানে এগিয়ে এলেন দৃষ্টিহীনেরা, মুগ্ধ আমজনতা

কেন্দ্র জানায়, টিকা নিলে যে করোনা সংক্রমণ হবে না, তা বলা হচ্ছে না। তবে টিকা নিলে মৃত্যুকে আটকানো যাবে। টিকাকরণের মূল লক্ষ্যই হল করোনার ফলে মৃত্যুকে আটকানো। সম্প্রতি করোনার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য রোগের উপসর্গ দেখা দিচ্ছে মানুষের মধ্যে। ভিকে পাল জানান, করোনার সঙ্গে এবার ডেঙ্গু ও অন্যান্য রোগগুলি নিয়েও সতর্ক হতে হবে দেশবাসীকে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।

RELATED ARTICLES

Most Popular