Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাJagdeep Dhankhar: শুভেন্দুকে নেতাই যেতে বাধা, সোমবার রিপোর্ট-সহ মুখ্যসচিব ও ডিজিকে তলব...

Jagdeep Dhankhar: শুভেন্দুকে নেতাই যেতে বাধা, সোমবার রিপোর্ট-সহ মুখ্যসচিব ও ডিজিকে তলব জগদীপ ধনখড়ের

Follow Us :

কলকাতা: রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)৷ আগামী সোমবার সকাল ১১টার মধ্যে তাঁদের রাজভবন (Raj Bhavan) আসতে বলা হয়েছে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নেতাই যেতে বাধা দেওয়ার প্রেক্ষিতে এই তলব৷ ওই ঘটনার রিপোর্ট-সহ মুখ্যসচিব এবং ডিজিকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল৷ কেন শুভেন্দুকে নেতাই যেতে বাধা দেওয়া হল তা জানতে চেয়েছেন জগদীপ ধনখড়৷

এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজভবন-নবান্নের সংঘাতের আবহ তৈরি হয়েছে৷ এমনিতেই রাজ্যপালের আচরণে ক্ষুব্ধ সরকার৷ শুক্রবার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের ভার্চুয়াল উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যপালের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার ২৪ ঘণ্টাও কাটল না৷ নেতাইয়ে শুভেন্দুকে আটকানোয় টুইট করে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন রাজ্যপাল৷ গোটা ঘটনাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেন তিনি৷ এরপরই শুরু হয় রাজনৈতিক কাজিয়া৷ রাজ্যপালের বিরুদ্ধে বিরোধী নেতার মতো আচরণের অভিযোগ তোলে তৃণমূল৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির একজনকে আটকালেই তৎপর হন রাজ্যপাল৷ এই তৎপরতা অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যায় না৷ এটা প্রশাসনের ব্যাপার৷ প্রশাসন বুঝবে৷ 

৭ জানুয়ারি ছিল নেতাই শহিদ দিবস৷ সেখানে যাওয়ার অনুমতি চেয়ে শুভেন্দু হাইকোর্টে আবেদন করেছিলেন৷ আদালত তাঁকে নেতাই যাওয়ার অনুমতি দেয়৷ কিন্তু শুভেন্দু নেতাই পৌঁছতে পারেননি৷ লালগড়ের ঝিটকার জঙ্গলের কাছে পুলিস তাঁকে আটকে দেয়৷ পুলিসের বাধার মুখে ফিরে আসেন শুভেন্দু৷ তারপরই তিনি রাজ্যপালের কাছে নালিশ জানান৷

আরও পড়ুন: Kolkata Police: কলকাতা পুলিসের আরও ৫৯ জন করোনা আক্রান্ত, সংখ্যা বেড়ে ৩৫৪

RELATED ARTICLES

Most Popular