Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsকেজরিওয়াল কি আজ ইডিতে যাবেন, জল্পনা

কেজরিওয়াল কি আজ ইডিতে যাবেন, জল্পনা

মহুয়ার হাজিরা এথিক্স কমিটিতে

Follow Us :

নয়াদিল্লি: একদিকে ‘টাকা নিয়ে প্রশ্ন’ (Cash for Query) করার অভিযোগে বৃহস্পতিবার এথিক্স কমিটির (Ethics Commitee) মুখোমুখি হতে চলেছেন তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)। অন্যদিকে, দিল্লির আবগারি দুর্নীতি (Delhi Liquor Policy Scam) মামলার তদন্তে ইডি (ED) দফতরে হাজিরা দিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (CM Arvind Kejriwal)।

তবে, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল ইডির তলবকে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। ইডিকে তিনি সমন প্রত্যাহার করতে বলায় আজ ইডি দফতরে হাজিরা দেবেন কিনা তা নিয়ে জল্পনা ঘনিয়েছে রাজধানীর অন্দরে। তবে ঠিক রয়েছে, বেলা ১১টা নাগাদ তিনি যাবেন ইডির দফতরে।

আরও পড়ুন: কেজরির হাজিরার দিনই আপ মন্ত্রীর বাড়িতে ইডি

একইদিনে দুই দলের শীর্ষস্তরের দুই নেতা অভিযোগের মুখোমুখি হতে চলায় বিদ্রুপ-বাণ হেনেছে বিজেপি। তারা বলেছে, মহুয়া এবং কেজরিওয়াল দুজনেই দুনম্বরি। বিজেপির সাংসদ এক্স বার্তায় লিখেছেন, দুজনেরই হাজিরা ২ তারিখে। দুজনেই দুনম্বরি।

এদিকে, তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর সংসদীয় অ্যাকাউন্ট দুবাই থেকে ৪৯ বার খোলা হয়েছে। সেই সব অভিযোগ নিয়েই লোকসভার এথিক্স কমিটির সামনে আজ হাজিরা দিতে চলেছেন মহুয়া।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular