
নয়াদিল্লি: চার রাজ্যের ভোট ফলাফলের গতি যেদিকে গড়াচ্ছে, তাতে হিন্দি বলয়ে প্রায় উৎখাতের পথে কংগ্রেস। মধ্যপ্রদেশ (Madhya Pradesh), রাজস্থানে (Rajasthan) হারের মুখে কংগ্রেস (Congress) এবং ছত্তিশগড়ের (Chhattisgarh) কেল্লাও ছিনিয়ে নেওয়ার পথে পদ্ম শিবির (BJP)। এই অবস্থায় ফের ইন্ডিয়া জোটের (INDIA Bloc) শরণাপন্ন দেশের প্রাচীন দল।
ভোটের ফলাফল বিচার এবং আগামিদিনের কর্মসূচি রূপায়ণে ৬ ডিসেম্বর, বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক ডাকল কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) শরিক দলগুলিকে ফোন করে তাঁর বাসভবনে বৈঠকে মিলিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। প্রসঙ্গত, ওইদিনেই বাবরি মসজিদ ধ্বংসের দিন। সেই হিসেবে ওইদিন বৈঠক ডাকায় শরিকদের কারা কারা উপস্থিত থাকতে পারবেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।