কলকাতা: উলট পুরাণই বটে। কারণ, নাইটদের বিরুদ্ধে লখনউর সাফল্যের হার শতকরা একশো শতাংশ। আইপিএলে এখনও পর্যন্ত তিন বার দেখা হয়েছে দু’দলের। তিন বারই হেরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার কিন্তু পুরো উলট হলো। লখনউ সুপার জায়েন্টসকে (Lucknow Super Giants) হারাল কলকাতা নাইট রাইডার্স।
লখনউর ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই সুনীল নারিনের (৬ রান) উইকেট হারায় কলকাতা। তারপর অঙ্গকৃশ রঘুবংশী (৭ রান)। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। ম্যাচের রাশ ধরেন অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং ফিল সল্ট। দু’জনেই লখনউর হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেন। মাত্র ১৫.৪ ওভারে ৮ উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কলকাতা। ফিল সল্ট ৮৯ রানে অপরাজিত, আর অধিনায়ক শ্রেয়স আইয়ার করলেন ৩৮ রান অপরাজিত থাকেন। ফিল সল্টের ইনিংস সাজানো ছিল ১৪টি চার এবং ৩টি ছয়ে। আর স্ট্রাইক রেট ছিল ১৮৯.৩৬।
Looking where that Salt six landed like… pic.twitter.com/VB4Bxcl6Gx
— KolkataKnightRiders (@KKRiders) April 14, 2024
আরও পড়ুন: ‘ময়দান’ দেখে মুগ্ধ মহারাজ, কী বললেন?
এই ম্যাচ জয়ের পর কলকাতা আইপিএলের পয়েন্ট তালিকায় ২ নম্বরে ছিল, সেই একই জায়গায় রয়ে গেল। শুধু জিতে ২ পয়েন্ট পেয়ে মোট ৮ পয়েন্টে পৌছল নাইটরা। কলকাতার পরের ম্যাচ ইডেন গার্ডেন্সেই, রাজস্থান রয়্যালসের সঙ্গে ১৬ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।
উল্লেখ্য, এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স। দ্বিতীয় ওভারেই ছন্দে থাকা কুইন্টন ডি’কককে ফেরান বৈভব অরোরা। এই ম্যাচে ফিট হয়ে ফেরেন হর্ষিত রানাও। সবচেয়ে স্বস্তির হল, মিচেল স্টার্ক বল হাতে প্রত্যাশা পূরণ করলেন। তাঁর বলে দীপক হুডার ক্যাচ ব্যাকওয়ার্ড পয়েন্টে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করেন রামনদীপ সিংহ। শেষ ওভারে বিপজ্জনক হয়ে ওঠা নিকোলাস পুরানকেও ফেরান অস্ট্রেলীয় পেসার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা আর্শাদ খানের স্টাম্প ছিটকে দিয়েছিলেন শেষ বলে। আর শেষ ওভারে স্টার্ক মাত্র ৬ রান দিয়েছিলেন। এককথায় ঘরের মাঠে ছন্দে ফেরার আভাস দিলেন মিচেল স্টার্ক। চার ওভার বল করে ২৮ রান এবং ৩টি উইকেট নিয়েছেন আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার। কলকাতার বিরুদ্ধে ইডেনে ১৬১ রান তুলেছিল লখনউ (LSG)। রান আটকে রাখার কাজটা করেছিলেন সুনীল নারিন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিলেন তিনি। একটি উইকেটও নেন। আর আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন।
ICYMI: The Starc Special \ Í•/ pic.twitter.com/U24YYDzXEl
— KolkataKnightRiders (@KKRiders) April 14, 2024