Placeholder canvas
HomeIPL 2024চেন্নাই টিম কোন ক্রিকেটারদের ধরে রাখল আর ছেড়ে দিল?

চেন্নাই টিম কোন ক্রিকেটারদের ধরে রাখল আর ছেড়ে দিল?

সিএসকে ছেড়েছে বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, কাইল জেমিসন ও সিসান্দা মাগালা, অম্বাতি রায়ডু, ভগৎ বর্মা, শুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিংকে

Follow Us :

মুম্বই: মিনি নিলামেরও বাকি প্রায় মাস খানেক। তার আগে রবিবার হঠাৎই আইপিএল (IPL) নিয়ে শোরগোল। মিনি নিলামের আগে এ দিনই ছিল ক্রিকেটারদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন। এবার দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কোন ক্রিকেটারদের ধরে রাখল আর কোন ক্রিকেটারদের ছেড়ে দিল। সেই সঙ্গে চেন্নাইের হাতে কত টাকা থাকল সেটাও দেখে নেওয়া যাক।

কত টাকা আছে?

মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস টাকা বেঁচে থাকার অঙ্কের তালিকায় চার নম্বরে। তাদের হাতে থাকছে ৩১.৪ কোটি টাকা।

আরও পড়ুন: গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল

কোন ক্রিকেটারদের ছেড়ে দিল?

সিএসকে ছেড়েছে বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, কাইল জেমিসন ও সিসান্দা মাগালা, অম্বাতি রায়ডু, ভগৎ বর্মা, শুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিংকে।

কোন ক্রিকেটারদের ধরে রাখল?

চেন্নাই সুপার কিংস ধরে রাখে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শেখ রশিদ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মইন আলি, শিবম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, রাজবর্ধন হাঙ্গার্গেকর, দীপক চাহার, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, তুষার দেশপান্ডে ও মাথিসা পথিরানাকে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular

Recent Comments