Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024১৯৭৯ বিশ্বকাপ এবং রিচার্ডসীয় শাসন!

১৯৭৯ বিশ্বকাপ এবং রিচার্ডসীয় শাসন!

Follow Us :

 

জয়জ্যোতি ঘোষ

১৯৭৯ ক্রিকেট বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে ভিভ রিচার্ডস এবং গর্ডন গ্রিনিজের জন্য। ৭৯-র বিশ্বকাপ ফাইনাল সাক্ষী ছিল ভিভ রিচার্ডসের অনবদ্য ব্যাটিং নৈপূণ্যতার। অন্যদিকে, গর্ডন গ্রিনিজ পুরো বিশ্বকাপেই স্বমহিমায় ব্যাটিং করেন। বেঙ্কটরঘবনের নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের জন্য অংশ নেয় বিশ্বকাপে। তবে যতগুলি ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখতে হয়। ভারতের প্রাপ্তি বলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুন্ডাপ্পা বিশ্বনাথের করা ৭৫ রানের ঝোড়ো ইনিংস। ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তান কিন্তু এশিয়া থেকে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

অংশগ্রহণকারী দল

মোট আটটি দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করে। তবে এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দল নির্বাচন সঠিক হয়নি। তাঁরা আভ্যন্তরীণ বিবাদের শিকার হয়। অস্ট্রেলিয়া দলের বড় বড় নাম প্রায় প্রত্যেকেই ক্যারি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তাই সেইসময় তাঁদের আর বিশ্বকাপের দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। জেফ মোস এবং গ্রাহাম পোর্টার-কে ক’জনই বা মনে রেখেছেন? তবে অস্ট্রেলিয়ার পথে অবশ্য হাঁটেনি ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট খেলা অধিকাংশ ক্রিকেটারদের দলে রেখেই বিশ্বকাপে নামে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।

সেরা ব্যাটিং

এই বিশ্বকাপে ব্যাট হাতে শাসন করেন গর্ডন গ্রিনিজ। যাঁর সর্বমোট রানসংখ্যা ২৫৩। ভারতের বিরুদ্ধে একটি শতরানও আছে। বিশ্বকাপ ফাইনালে ভিভ রিচার্ডস এবং কলিস কিং-এর ঝোড়ো ইনিংসও স্মরণীয়। এছাড়া ব্যাট হাতে নজর কাড়েন গ্রাহাম গুচ(২১০), গ্লেন টার্নার(১৭৬) এবং জন রাইটও(১৬৬)।

 

সেরা বোলিং

১৯৭৯ বিশ্বকাপে বল হাতে নজর কাড়েন মাইক হেনড্রিক্স। সর্বাধিক ১০টি উইকেট তুলে নেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার। সেরা বোলিং ফিগার ইংল্যান্ডের ক্রিস ওল্ডের(৪/৮)। নিজের প্রতিভার ছাপ রাখেন পাকিস্তানের আসিফ ইকবাল। তিনি নেন ৯টি উইকেট। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং নেন ৮টি উইকেট।

ফাইনাল

১৯৭৯ বিশ্বকাপ ফাইনাল হয় ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৮৬/৯। ইংরেজ বোলারদের বিরুদ্ধে রীতিমত শাসন করেন ভিভ রিচার্ডস। ৮৭ স্ট্রাইক রেটে ১৩৮ রানের অপরাজেয় ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। তাঁকে সঙ্গ দেন কলিস কিং। সেইসময়ে দাঁড়িয়ে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন কলিস কিং। স্ট্রাইক রেট ১৩০.৩০। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি ইংল্যান্ড। ১২৯ রানের ওপেনিং পার্টনারশিপ হয় মাইক ব্রিয়ারলি এবং জিওফ্রে বয়কটের মধ্যে। কিন্তু ওপেনিং পার্টনারশিপ ভেঙে যেতেই একের পর এক উইকেট পতন হতে থাকে। গ্রাহাম গুচ(৩২) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মাত্র ১৯৪ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জোয়েল গার্নার একাই তুলে নেন ৫ উইকেট। এছাড়া কলিন ক্রফট নেন ৩ উইকেট। অনবদ্য ব্যাটিং-এর জন্য ম্যাচের সেরা হন ভিভ রিচার্ডস।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election 2024 | ভোটে হাওড়ায় হাতাহাতি, তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বচসা
00:00
Video thumbnail
Lok Sabha Elections 2024 | সকাল থেকে ‘অ্যাকশন মোডে’ দীপ্সিতা, জেতার পক্ষে আশাবাদী সিপিএম প্রার্থী
00:00
Video thumbnail
Loksabha Eloection 2024 | দিল্লির কুর্সি দখলের লড়াইয়ের পঞ্চম দফা
05:55
Video thumbnail
Arjun Singh | বীজপুর বিধানসভায় অর্জুনকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা
02:54
Video thumbnail
Hooghly | ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গাছে বেঁধে মার
02:23
Video thumbnail
Mamata Banerjee | বাঁকুড়ার ওন্দায় ভোটপ্রচারে মমতা, কী বললেন দেখুন ভিডিও
16:21
Video thumbnail
Lok Sabha Election 2024 | পিঙ্ক বুথ, কী কী ব্যবস্থা রয়েছে? দেখুন ভিডিও
01:54
Video thumbnail
Loksabha Election 2024 | উত্তর হাওড়ায় ভোটে অশান্তি, বোমাবাজি ও গু*লি চালানোর অভিযোগ
02:43
Video thumbnail
Loksabha Election 2024 | সকাল ১১ টা পর্যন্ত ব্যারাকপুরে ভোট পড়েছে ২৯.৯৯ শতাংশ
04:26
Video thumbnail
Loksabha Election 2024 | সকাল ১১টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ১০৩৬টি
19:19