skip to content
Thursday, June 13, 2024

skip to content
HomeCurrent Newsবিসর্জন ঘিরে বোমাবাজি-ভাঙচুর দুর্গাপুরে

বিসর্জন ঘিরে বোমাবাজি-ভাঙচুর দুর্গাপুরে

Follow Us :

দুর্গাপুর: বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে বোমাবাজি, গাড়ি ভাঙচুর, মারধর ঘিরে উত্তেজনা৷ শনিবার রাতে দুর্গাপুরের অন্নপূর্ণা নগরের ঘটনা৷ পরিস্থিতি সামল দিতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে৷ জেলা পুলিশের এসিপি পূর্ব ধ্রুবজ্যোতি মুখার্জির নেতৃ্ত্বে পরিস্থিতি সামাল দেয় পুলিশ৷

অভিযোগ দুর্গা প্রতিমা বিসর্জন সেরে ফেরার সময় অন্য পাড়ার বেশ কয়েকজন মদ খাওয়ার জন্য টাকা চায়৷ না দেওয়ায় দুপক্ষের মধ্যে বচসা হয়৷ পরে বাচ্চাদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ৷ ভাঙচুর চালানো হয় চার চাকা গাড়ি-বাইকে৷ হকি স্টিক দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়৷ মহিলাদের উপর চড়াও হয় বেশ কয়েকজন৷খবর পেয়ে পুলিশ আসতেই ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা৷

উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা পুলিশের৷ নিজস্ব চিত্র৷

সোমনাথ সাহা নামের এক যুবকের অভিযোগ, ওরা এর আগেও বহুবার ঝামেলা পাকানোর চেষ্টা করেছে৷ ঘটনা নতুন নয়৷ কিন্তু, এ দিন অত্যাচার মাত্রা ছাড়াই৷ প্রতিবাদ করতেই শুরু হয় বচসা৷ পরে অভিযুক্তরা আরও লোকজন নিয়ে হামলা চালায় বলে তাঁর অভিযোগ৷ তিনি বলেন, আমার বাইক ভেঙে দেওয়া হয়েছে৷ মণ্ডপের আলো, প্যান্ডালে হামলা চালানো হয়েছে৷

আরও পড়ুন-অতিবৃষ্টিতে কেরালায় বন্যা-ভূমিধসে মৃত ৫, নিখোঁজ বহু

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে ঠিক আছে৷ নতুন করে অশান্তি এড়াতে রাতভর এলাকায় পুলিশ মোতায়েন রাখা হচ্ছে৷ পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে বলেও এক পুলিশ আধিকারিক জানান৷

RELATED ARTICLES

Most Popular